শনিবার, ২৩ জুন, ২০১৮, ০৩:৫৮:০৯

টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারী ৫ বাংলাদেশী বোলার

টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারী ৫ বাংলাদেশী বোলার

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল দীর্ঘ ১৮ বছর ধরে প্রতিনিধিত্ব করলেও এখনো নেই কোন বড় সাফল্য, ৯টি পুরনো টেস্ট সদস্যের মধ্যে কেবলমাত্র জিম্বাবুয়ে, উইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলংকার সাথে জয় পেয়েছে বাংলাদেশ দল। এখনো জয় আসেনি, আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারতের সাথে জয়।

দলীয় সাফল্য খুব বেশি না থাকলেও ব্যক্তিগত বেশ কিছু সাফল্য আছে বাংলাদেশের, সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পাশাপাশি, আশরাফুলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরী, সোহাগ গাজীর একই ম্যাচে সেঞ্চুরী ও হ্যাট্রিক, আবুল হাসান রাজুর অভিষেকেই ১০ নাম্বার পজিশনে নেমে সেঞ্চুরীর মতো আছে বিশ্বসেরা সাফল্য।

টেস্টে বল হাতে এক সময় রফিক, মাশরাফি, শাহাদাতরা দূর্দান্ত বোলিং করলেও তারা নেই এখন দলে, সাকিব আল হাসান, তাইজুল ও মিরাজ স্পিনার হিসেবে দূর্দান্ত বোলিং করলেও টেস্টে নেই কোন অভিজ্ঞ পেসার, রুবেল ওয়ানডেতে সেরা হলেও টেস্টে বিবর্ণ, আর মুস্তাফিজ ইনজুরীর কারনে নিয়মিত হতে পারছেন না।

টেস্টে বাংলাদেশী বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের মধ্যে স্পিনারদের আধিপত্যই বেশি, বর্তমান সময়ের সাকিব-তাইজুল ব্যতীত অপর তিন ক্রিকেটার রফিক, শাহাদাত ও মাশরাফিরাই আছেন সেরা পাঁচে।

টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারী ৫ বাংলাদেশী বোলার-
১। সাকিব আল হাসান ৫১ ম্যাচে ১৮৮ উইকেট শিকার করেছেন।
২। মোহাম্মদ রফিক ৩৩ ম্যাচে ১০০ উইকেট শিকার করেছেন।
৩। মাশরাফি বিন মোর্তুজা ৩৬ টেস্টে ৭৮ উইকেট শিকার করেছেন।
৪। শাহাদাত হোসাইন ৩৮ টেস্টে ৭২ উইকেট শিকার করেছেন।
৫। তাইজুল ইসলাম ১৮ টেস্টে ৬৬ উইকেট শিকার করেছেন।

সাকিব সর্বোচ্চ উইকেটশিকারী বোলার হওয়ার পাশাপাশি সর্বোচ্চ ১৭ বার ৫ উইকেট শিকার করেছেন, রফিক ৭ বার ও শাহাদাত ৪ বার ৫ উইকেট শিকার করেছেন। মাশরাফি তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বোলার হলেও টেস্টে ৫ উইকেট পাননি কখনোই। এছাড়াও তাইজুল, মিরাজ ও এনামুল হক জুনিয়র ৩ বার করে ৫ উইকেট শিকার করেছেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে