সোমবার, ২৫ জুন, ২০১৮, ১২:১৫:৪৬

আঘাত পেলো ব্রাজিল

আঘাত পেলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তার বিশ্বকাপ স্বপ্ন। অন্তত স্বপ্ন শেষ না হলেও খুব বেশি আশা বেঁচেও নেই। আর এই আশা না থাকার কারনটাও ডগলাস কস্তা নিজেই। আঘাত পেলো ব্রাজিল।

কোষ্টারিকার বিপক্ষে ম্যাচে ডগলাস কস্তা নামার পরই পাল্টে যায় ব্রাজিলের রুপ। আর সেই রুপের কারনেই সার্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ন ম্যাচে কস্তাকে নামাতে চেয়েছিলেন টিটে। কিন্তু ইনজুড়ির কারনে সেটা হয়ে উঠেনি। কস্তা খেলতে পারবেনা সার্বিয়ার বিপক্ষে ম্যাচে। কিন্তু এখন নতুন খবর হচ্ছে, বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন এই তারকা।

বিশ্বকাপের বাকি আর ২০ দিন। কিন্তু ব্রাজিলের ডাক্তার লাসমারের বরাত দিয়ে গ্লোবো জানিয়েছে ডগলাস কস্তা ২-৩ সপ্তাহ মাঠের বাইরে থাকবে। আর যদি তিন সপ্তাহ মাঠের বাইরে থাকে তাহলে আর বিশ্বকাপের কোন ম্যাচই খেলা হবে না তার।

এদিকে ব্রাজিলের ডাক্তার লাসমার জানিয়েছেন, কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগেই ছোট ইনজুড়িতে ছিল ডগলাস কস্তা যা সে গোপন করেছিল। আর তাতেই সমস্যাটা বেশি হয়ে গেছে। সেই ম্যাচে না খেললে পরিস্থিতি এতটা জটিল হতো না।

এখন কস্তার সাথে সাথে সমস্যায় পড়েছে ব্রাজিল। নেইমারের বিকল্প হিসেবে দারুন ছিল ডগলাস কস্তা। কিন্তু নেইমার আছে বিপদে। একটি মাত্র হলুদ কার্ড দেখলেই মিস করবে পরের ম্যাচ। তখন ভরসা ছিল কস্তা।

কিন্তু সেও এখন মাঠের বাইরে চলে যাওয়ায় নেইমার যদি কার্ড দেখেই ফেলে তাহলে সেই পজিশনে আসবে কৌতিনহো। কিন্তু সেখানেও ঝামেলা। কারন, কৌতিনহো নিজেও আছে কার্ডের শঙ্কায়। তাই বেশ ভালোই ঝামেলা পোহাতে হচ্ছে ব্রাজিলকে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে