শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮, ০১:৪৯:২৯

কুলদীপের ইতিহাস সেরা বোলিংয়ে জয়ের মুখ দেখলো ভারত

কুলদীপের ইতিহাস সেরা বোলিংয়ে জয়ের মুখ দেখলো ভারত

স্পোর্টস ডেস্ক: বাহাতি স্পিনার কুলদীপ যাদব আছেন নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানোডে ম্যাচে প্রথম বাহাইত স্পিনার হিসেবে সেরা স্পেলে বল করেন কুলদীপ। ১০ অভার বল করে ৬ উইকেট নিয়ে ২৫ রান দেন তিনি।

এই ম্যাচে রোহিত শর্মার সেঞ্চুরিতে জয়ের দেখা পায় টিম ইন্ডিয়া। যে ট্রেন্ট ব্রিজে কদিন আগেই ৪৮১ রানের বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড, আগের রেকর্ড ৪৪৪ রান করেছিল যে মাঠে, সেখানেই এবার তারা আটকে গেল ২৬৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত ছিলেন ১১৪ বলে ১৩৭ রানে অপরাজিত থাকা রোহিতের হাত ধরে ৮ উইকেটের জয় পায় টিম ইন্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৪৯.৩ ওভারে ২৬৮ (রয় ৩৮, বেয়ারস্টো ৩৮, রুট ৩, মর্গ্যান ১৯, স্টোকস ৫০, বাটলার ৫৩, মইন ২৪, উইলি ১, রশিদ ২২, প্লাঙ্কেট ১০, উড ০*; উমেশ ২/৭০, সিদ্ধার্থ ০/৬২, চেহেল ১/৫১, পান্ডিয়া ০/৪৭, কুলদীপ ৬/২৫, রায়না ০/৮)।

ভারত: ৪০.১ ওভারে ২৬৯/২ (রোহিত ১৩৭*, ধাওয়ান ৪০, কোহলি ৭৫, রাহুল ৯*; উড ০/৫৫, উইলি ০/২৫, মইন ১/৬০, প্লাঙ্কেট ০/৩১, স্টোকস ০/২৭, রশিদ ১/৬২, রুট ০/৯)।

ম্যান অফ দ্যা ম্যাচঃ কুলদীপ যাদব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে