মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ১১:২২:৩৬

আবারও ব্যাট হাতে সুবিধা করতে পারলেন না সৌম্য

আবারও ব্যাট হাতে সুবিধা করতে পারলেন না সৌম্য

স্পোর্টস ডেস্ক: সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আন-অফিশিয়াল চারদিনের সিরিজে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হওয়ার পর, সফরকারীদের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচেও খোলসবন্দী হয়ে রইলেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। আবারও ব্যাট হাতে সুবিধা করতে পারলেন না সৌম্য সরকার।

টস হেরে প্রতিপক্ষ দলের অধিনায়কের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা ধীরগতিতে রান তুললেও রানের চাকা বাড়াতে গিয়ে শেনান জয়াসুরিয়ার বলে সাজঘরে ফিরেছেন তিনি। থিসারা পেরেরার হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে সমান ১ চার ও ছয়ে করেছেন ৩৪ বলে ২৪ রান।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত, ২০ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। ধীরগতিতে খেলতে থাকা মিজানুর রহমান ৬৮ বল মোকাবেলায় ৩০ ও জাকির হোসেন ২৫ বল খেলে ১৮ রান নিয়ে এই মুহূর্তে ক্রিজে আছেন।

আন-অফিশয়াল চার দিনের ম্যাচের পর একদিনের ম্যাচেও স্বাগতিকদের লঙ্কানদের বিপক্ষে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন। অন্যদিকে দলের শক্তিমত্তা বাড়ানোর লক্ষ্য থেকে সৌম্য সরকারের পাশাপাশি স্কোয়াডে অলরাউন্ডার আরিফুল হক’কে অন্তর্ভুক্ত করার পর প্রথম একদিনের ম্যাচের একাদশেও নেওয়া হয়েছে তাদের।

পক্ষান্তরে, প্রায় জাতীয় দলের আদলে গড়া লঙ্কান একাদশ বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে প্রথম ওয়ানডেতে। যেখানে রয়েছেন অধিনায়ক থিসারা পেরেরা থেলে শুরু করে জাতীয় দলের ওপেনার উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়ার মতো তারকা ক্রিকেটাররা।

শ্রীলঙ্কা ‘এ’ দলঃ থিসারা পেরেরা (অধিনায়ক), দাসুন শানাকা (সহ-অধিনায়ক), উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, আশান প্রিয়াঞ্জান, সাদিরা সামারাবাবিক্রমা, শাম্মু আশান, মালিন্দা পুষ্পকুমারা, নিশান পেইরিস, শেহান মাদুশঙ্কা।

বাংলাদেশ ‘এ’ দলঃ সৌম্য সরকার, মিজানুর রহমান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), খালেদ আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম, আল-আমিন, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, আরিফুল হক, সাঞ্জামুল ইসলাম।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে