মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ০৮:২৪:৪০

ভাল কিছু হবে-এনামুল হক বিজয়

ভাল কিছু হবে-এনামুল হক বিজয়

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজে লজ্জাজনক ও হতাশার সিরিজ শেষ। এবার মাশরাফিদের সামনে আরেক কঠিন চ্যালেঞ্জ ওয়ানডে সিরিজ। সে মিশনে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ওপেনার এনামুল হক বিজয় বিমানের সিটে বসেছেন শুরুবার রাতেই। অন্যদিকে একদিন পর মাশরাফিও দলের সঙ্গে যোগ দিতে বিমানে চড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের সাবিনা পার্কে এরই মধ্যে অনুশীলনটাও সেরে নিয়েছেন ওপেনার  এনামুল হক বিজয়। বিজয় মনে করেন টেস্টেও চেয়ে ওয়ানডে ম্যাচেই বাংলাদেশ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের হোাইটওয়াশের তিক্ত স্মৃতি ভুলে যেতে চায় বাংলাদেশ। এবার চাইছে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে, ওয়ানডে সিরিজে নতুন করে শুরু করতে চায় মাশরাফিরা। ৩৪টি ওয়ানডে ম্যাচে ৩ সেঞ্চুরি আর ৩ ফিফটির মালিক এনামুল হক বিজয় গতকাল অনুশীলন শেষে বলেন, ‘একটা সিরিজ শেষ হয়ে গেছে। এখন নতুন করে শুরু করতে হবে। আশা করি ভালো কিছু করতে পারব। অবশ্যই সবাই চেষ্টা করবে ভালোভাবে ঘুরে দাঁড়াতে। টেস্ট শেষে সংস্করণ বদলে যাচ্ছে, এখন সাদা বলের খেলা। বাংলাদেশ ওয়ানডে ভালো খেলছে দীর্ঘ দিন।’ এদিকে উইন্ডিজের বিপক্ষে ২৮টি ওয়ানডে ম্যাচে ৭টিতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে দুবার সিরিজ জেতার স্বাদও পেয়েছে বাংলাদেশ। 

সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ ১৯ জুলাই। ওই ম্যাচে বাংলাদেশের সেঞ্চুরিয়ান এনামুল এবার আশার বাণী শুনিয়েছেন, ওয়ানডেতে ভালো কিছু হবে। ২২ জুলাই শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে ১৯ জুলাই জ্যামাইকায় হবে প্রস্তুতি ম্যাচ। টেস্ট সিরিজে ভরাডুবির পর বাংলাদেশ এখন তাকিয়ে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের দিকে। ইনশায়াল্লাহ ভাল কিছু হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে