শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ১০:২৫:১০

কাটার-মাস্টারের বল উড়িয়ে মারতে গিয়ে ধরা খান আন্দ্রে রাসেল

কাটার-মাস্টারের বল উড়িয়ে মারতে গিয়ে ধরা খান আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্কঃ কিংস্টনের সাবিনা পার্কে সফরের একমাত্র ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে বল হাতে রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেনের দ্যুতি ছড়ানোর পর তাদের মিছিলে যোগ দিয়েছেন চোট কাটিয়ে দলে ফেরা মুস্তাফিজুর রহমান। প্রতিপক্ষ শিবিরের অন্যতম ত্রাস আন্দ্রে রাসেলকে সাজঘরে ফিরিয়ে স্বাগতিকদের ব্যাটিং বিপর্যয়ে ফেলেছেন এই পেসার।

কাটার-মাস্টারের বল উড়িয়ে মারতে গিয়ে কাভারে এনামুল হকের হাতে ধরা পড়লে শেষ হয় রাসেলের ১১ রানের ইনিংস। এর সাথে দলীয় ৮৯ রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন ঘটে ইউনিভার্সিটিস অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের।

প্রসঙ্গত, গা-গরমের ম্যাচে সফরকারীদের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রাথমিকভাবে একাদশে রাখা হয়নি তামিম ইকবাল, সাকিব আল হাসানদের। তাছাড়া ভ্রমণ ক্লান্তি কাটিয়ে ওঠতে না পারায় বিশ্রামে রাখা হয়েছে ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি মুর্তজাকে।

উল্লেখ্য, গা-গরমের ম্যাচে দলের প্রাথমিক একাদশে না থাকলেও প্রস্তুতি সম্পন্নের স্বার্থে যেকোনো মুহূর্তে বোলিং কিংবা ব্যাটিংয়ে নামতে পারবেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। তবে নির্দিষ্ট ১১ জন ক্রিকেটারই ব্যাটিং কিংবা বোলিংয়ের সুযোগ পাবেন।

প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি।

ভাইস চ্যান্সেলর একাদশ: ক্রিস গেইল, চাডউইক ওয়ালটন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, ওশান ওয়ালটার্স, কাভেস হজ, নিকোলাস কির্তন, ভিকাশ মোহ্ন, জারলানি শ্রীলেস, ইয়ান্নিক অটলে এবং আমির জাঙ্গো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে