শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ১২:২৬:০২

‘অবসর নিও না’! মেসি বন্ধুর আর্জি

‘অবসর নিও না’! মেসি বন্ধুর আর্জি

স্পোর্টস ডেস্কঃ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল ও চিলির কাছে টানা দুই কোপা আমেরিকার ফাইনালে হারের পরে দু’বছর আগে অবসরের নিয়ে ফেলেছিলেন মেসি। মেসি যেন খেলা ছেড়ে না দেন। কার্যত এমনই অনুরোধ করে বসলেন কার্লোস তেভেজ। বেনজিরভাবে জাতীয় দলের সতীর্থের জন্য এমনই বার্তা দিলেন তারকা আর্জেন্টিনীয়।

বিশ্বকাপে অনেক আশা নিয়ে রাশিয়ায় গিয়েছিল আর্জেন্টিনা। তবে প্রবল ব্যর্থ হয়ে শেষ ষোলো থেকেই ছিটকে যায় নীল-সাদা জার্সির ফুটবলাররা। প্রথম ম্যাচেই আইসল্যান্ডের সঙ্গে কোন রকমে ড্র করার পরে ক্রোয়েশিয়ার কাছে দ্বিতীয় ম্যাচে হেরে যায় আর্জেন্টিনা। শেষ ম্যাচে নাইজেরিয়াকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠলেও শেষ রক্ষা হয়নি। ফ্রান্সের কাছে হেরেই প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় মেসি অ্যান্ড কোং।

দলের ব্যর্থতার দায় মাথায় নিয়েই কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে হোর্হে সাম্পাওলিকে। কোচিং স্টাফ পুরোপুরি বদলানোর ভাবনাও রয়েছে আর্জেন্টিনা ফুটবল কর্তাদের মাথায়। এমন অবস্থাতেই শঙ্কা তৈরি হয়েছে মেসির অবসর নিয়ে। ফের কি অবসর নিয়ে ফেলবেন মহাতারকা।

এমন সম্ভবনা তৈরি হতেই জাতীয় দলের হয়ে ৭৬টি ম্যাচ খেলা তেভেজ ইএসপিএন-কে বলে দিয়েছেন, ‘মেসি আর্জেন্টিনার প্রাণ! ও যতদিন ফুটবল খেলবে ততদিনই দেশের প্রয়োজন তাকে। মেসিই আর্জেন্টিনার আদর্শ। তাঁকে সেই দায়িত্ব নিতেই হবে।’ পাশাপাশি আরও বলেছেন, ‘মেসিকে এখন বিশ্রাম নিয়ে ঠান্ড মাথায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবার পরামর্শ দেব। মাঠে দায়িত্বে নেওয়ার জন্য মেসি-ই কিন্তু আদর্শ।’ প্রসঙ্গত, ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল ও চিলির কাছে টানা দুই কোপা আমেরিকার ফাইনালে হারের পরে দু’বছর আগে অবসরের নিয়ে ফেলেছিলেন মেসি। পরে সবার অনুরোধে সিদ্ধান্ত পাল্টান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে