শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ০৪:১৩:৪৯

সেরা টেস্ট বোলারদের তালিকায় মাশরাফির নাম, স্ট্রাইক রেট প্রায় ৮০

সেরা টেস্ট বোলারদের তালিকায় মাশরাফির নাম, স্ট্রাইক রেট প্রায় ৮০

স্পোর্টস ডেস্কঃ ২০০০ সালের পরে এশিয়ার মাটিতে আন্তর্জাতিক টেস্টে কমপক্ষে ২০ ম্যাচ খেলা পেস বোলারদের স্ট্রাইক রেট এবং গড় হিসেব করে সেরা বারো বোলারের আলাদা দুটি তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো।

যদিও এই দুই তালিকায় আছেন একই বারোজন পেসার, অবশ্য স্ট্রাইক রেট এবং গড় হিসেবে তালিকায় তাদের অবস্থান আলাদা। এই দুই তালিকার শীর্ষে আছেন প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইন।

স্ট্রাইক রেটের হিসেবে সেরা বোলারের তালিকায় দশম অবস্থানে আছেন মাশরাফি বিন মর্তুজা। গড়ের হিসেবে সেরা বোলারদের তালিকায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আছেন এগারো নম্বর অবস্থানে। 

মাশরাফির স্ট্রাইক রেট প্রায় ৮০'র কাছাকাছি, যেখানে তার গড় ৪১ এর একটু বেশি। শীর্ষে থাকা স্টেইনের স্ট্রাইক রেট ৪০ এর একটু বেশি, যেখানে তার গড় ২২ এরও কম! 

অথচ দেশের হয়ে সেই ২০০৯ সালেই শেষ টেস্ট খেলেছিলেন মাশরাফি। কেটে গেছে প্রায় নয়টি বছর। বার বার ইনজুরিতে আক্রান্ত হওয়া মাশরাফি নিয়মিত খেলার সুযোগ পেলে আরও জ্বলে উঠতে পারতেন, বলাই যায়। 

তালিকায় থাকা বারো পেসার হচ্ছেনঃ-

ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), শোয়েব আখতার (পাকিস্তান), লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা), দিলহারা ফারনান্দো (শ্রীলংকা), ওমর গুল (পাকিস্তান), চামিন্দা ভাস (শ্রীলংকা), জহির খান (ভারত), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), ইরফান পাঠান (ভারত), মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ), সুরাঙ্গা লাকমল (শ্রীলংকা), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে