শনিবার, ২১ জুলাই, ২০১৮, ০১:২৬:৫৪

পরিসংখ্যানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

পরিসংখ্যানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্কঃ প্রায় ৪ বছর পর ওয়ানডে সিরিজে আবারো প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ। কাল মাশরাফি বাহিনী গায়নার প্রোভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৯ম ম্যাচে মাঠে নামবে। এর আগে ২৮ বার দুই দল মোলাকাত করেছে। মাশরাফিরা ঘরের মাঠে আর ঘরের বাইরে দুই দিকেই ওয়েস্ট ইন্ডিজের পেছনে অবস্থান করছে। পরিসংখ্যান সে প্রমানই বহন করছে। কাল নিজেদের মাঠে খেলা, সে হিসেব-টা ছাড়াও অভিজ্ঞতার আলোকে ওয়েস্ট ইন্ডিজ হাজারো মাইল এগিয়ে রয়েছে।

১৯৭৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ অবদি ৭৭৮টি ওয়ানডে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে জয় তুলেছে ৩৮৫টি ম্যাচে, হেরেছে ৩৫৭ ম্যাচে, টাই হয়েছে ৯টি আর নো রেজাল্ট ২৭ ম্যাচে। অপর দিকে বাংলাদেশ ১৯৮৬ সালের মার্চ থেকে ২০১৮ অবদি বাংলাদেশ ৩৪০ ওয়ানডে। জয় ১০৮টি, হার ২২৫টি, নো রেজাল্ট ৭টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮টি  ওয়ানডে, বাংলাদেশের জয় ৮টি, ওয়েস্ট ইন্ডিজ ১৯টি আর নো রেজাল্ট ২ ম্যাচে। দেশের মাটিতে ১৪টি আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৪ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

২১ মে ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম বার ওয়ানডে ম্যাচ খেলতে নামে। ভেন্যু ছিল কনট্রার্ফ ক্রিকেট গ্রাউন্ড, সে ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হেরেছে ছিল। এরপর টানা ২০০৯ সালের আগ পর্যন্ত হেরেই চলেছিল বাংলাদেশ। ২০০৭ সাল অবদি টানা ১৩ ম্যাচে হারের পর ২০০৯ সালে সফরে গিয়ে বাংলাদেশ প্রথম বার ওয়েস্ট ইন্ডিজকে হারায় তাও আবার তাদেরই মাটিতে। ২০১২ সালে শেষ বার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারায় ২ উইকেটে, সেটা ছিল ঘরের মাঠ মিরপুরের উইকেট। এরপর ২০১৪ সালে ফিরতি সফরে গিয়ে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। ২০১৪ সালের শেষ তিন ওয়ানডে ম্যাচে বাংলাদেশ হেরেছে ৩ উইকেটে, ১৭৭ রানে আর ৯১ রানে। এখন দেখার পালা এবার কি হয়!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে