সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ০১:১৭:৪৩

স্টার্কের পরই মাশরাফি

স্টার্কের পরই মাশরাফি

হাসিব অয়ন: আধুনিক ক্রিকেটে উইকেটের চরিত্র থাকে ব্যাটসম্যানদের অনুকূলে। তাই এমন প্রতিকূল অবস্থায় সীমিত ওভারের ম্যাচে অধিক উইকেটের পাশাপাশি কম ইকোনমিতে বোলিং করা একজন পেসারের জন্য অত্যন্ত কঠিন।

আর এই কঠিন কাজটি করে যাচ্ছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। গত পাঁচ বছরে ওয়ানডে ক্রিকেটে কমপক্ষে ৮০ উইকেটের পাশাপাশি কম ইকোনমিতে বোলিং করা পেসারদের মধ্যে দ্বিতীয় অবস্থানে মাশরাফি।

পরিসংখ্যান দেখলে জানা যায়, ৬০ ম্যাচ খেলে গড়ে মাত্র ৫.০০ ইকোনমিতে বোলিং করেছেন তিনি। পাশাপাশি নিজের ঝুলিতে সংগ্রহ করেছেন আশিটি উইকেট। আর এ তালিকায় ম্যাশের উপরে আছেন অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক।

শেষ পাঁচ বছরে ৫৩টি ওয়ানডে খেলা এই পেসারের উইকেট সংখ্যা ১০৪। একইসাথে গড়ে ৪.৮৯ ইকোনমিতে বোলিং করে সবার উপরে স্টার্ক। মাশরাফির পরেই আছেন দক্ষিন আফ্রিকান ফ্রন্ট লাইন পেসার মর্নে মর্কেল।

গড়ে ৫.০৮ ইকোনমিতে বোলিং করেছেন ৫৫ ম্যাচ ধরে এবং নিয়েছেন ৮২ উইকেট । এছাড়া এ তালিকায় চতুর্থ অবস্থানে আছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। শেষ পাঁচ বছরে ৫৮টি ওয়ানডে খেলেছেন এই ফাস্ট বোলার।

নিয়েছেন ১১৬টি উইকেট এবং বোলিং করেছেন গড়ে ৫.১১ ইকোনমিতে। আর ব্যাটসম্যানদের রান তুলতে না দিয়ে চাপে ফেলে উইকেট নেয়ার কাজটি রবিবারও করে দেখিয়েছেন অধিনায়ক মাশরাফি।

গায়ানায় স্বাগতিক উইন্ডিজদের বিপক্ষেও সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। ১০ ওভার বোলিং করে নিজের ঝুলিতে সংগ্রহ করেছেন মূল্যবান চারটি উইকেট। আর ইকোনমির কথা তো বলাই বাহুল্য। মাত্র ৩.৭০ ইকোনমি রেটে বোলিং করেছিলেন এই ডানহাতি পেসার।-ক্রিকফেঞ্জি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে