সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ০৫:০০:৪৮

টোকিও অলিম্পিকের ম্যাসকটের আত্মপ্রকাশ

টোকিও অলিম্পিকের ম্যাসকটের আত্মপ্রকাশ

স্পোর্টস ডেস্কঃ বিশ্বের সর্ববৃহৎ বহুজাতিক ক্রীড়া মহাযজ্ঞের আসর বসতে এখনও দু’বছর বাকি৷ ইতিমধ্যেই আত্মপ্রকাশ করল ২০২০ টোকিও অলিম্পিকের ম্যাসকট। একই সঙ্গে টোকিও প্যারালিম্পিকের ম্যাসকটও প্রকাশ্যে এল প্রথমবার। 

২০২০’র ২৪ জুলাই থেকে ৯ অগস্ট পর্যন্ত টোকিও অনুষ্ঠিত হবে পরবর্তী অলিম্পিক গেমস। ঠিক তার পরে ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর একই কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে প্যারালিম্পিক গেমস। সুতরাং হাতে এখনও দু’বছর সময় রয়েছে। এই অবস্থায় আয়োজক জাপান অলিম্পিক সংস্থার তরফে দুই গেমসের ম্যাসকট প্রকাশ করা হয়।

অলিম্পিক গেমসের ম্যাসকটের নাম দেওয়া হয়েছে মিরাইতোয়া। প্যারালিম্পিক গেমসের ম্যাসকট সোমেইতি। সনাতনী জাপানি সংস্কৃতি ও উদ্ভাবনী শক্তির মিশেলে রুপ দেওয়া হয়েছে ম্যাসকট দু’টির। ম্যাসকটের প্রকাশ অনুষ্ঠান।

গত বছর ১ থেকে ১৪ অগস্ট ম্যসকট নির্বাচনের প্রক্রিয়া শুরু করে আয়োজকরা। ৭ ডিসেম্বর কাকেজুকা এলিমেন্টারি স্কুলে প্রাথমিকভাবে তিনটি পৃথক জু’টির মডেল প্রকাশ করা হয়। ১১ ডিসেম্বর থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ভোট দেন নিজেদের পছন্দের ম্যাসকট জুটিকে। ২৮ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা করা হয়। শেষমেশ দু’টি ম্যাসকটের নামকরণ করে তা প্রকাশ করে আয়োজক কমিটি।

অলিম্পিক্সের ম্যাসকট মিরাইতোয়া’র নামকরণ করা হয়েছে জাপানি শব্দ ‘মিরাই’, যার অর্থ ভবিষ্যৎ ও ‘তোয়া’ অর্থাৎ চিরন্তন বা অনন্তকালের সনম্বয়। প্যারালিম্পিক্সের ম্যাসকট সোমেইতি’র নামরকণ করা হয়েছে জাপানি শব্দ সোমেইয়োশিনহো ও ইংরাজি শব্দবন্ধ ‘সো-মাইটি’র অনুকরণে। নির্মিয়মান অলিম্পিক ভিলেজের সামনের নদীতে ওয়াটার প্যারেডে আত্মপ্রকাশ করে মিরাইতোয়া ও সোমেইতি। 

ক্যারাটে তারকা কিয়ো শিমিজু ও প্যারা-অ্যাথলিট হাজিমু আশিদার হাত ধরে ওয়াটার প্যারেড সারে দুই ম্যাসকট।  পরে শহরের বিভিন্ন প্রান্তে আনুষ্ঠানিকভাবে দুই ম্যাসকটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় জাপানি নাগরিকদের। সেটি চিন্তা করিনি। এখান থেকে কিভাবে আমরা বের হয়ে আসবো সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। সামনে আমাদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি আছে। সেগুলোতে আমরা কিভাবে ভালো করতে পারি তা নিয়েই আলাপ হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে