বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ০১:১২:০৫

জিম্বাবুয়ে সিরিজে সাকিব না থাকলে স্পিনের গুরুদায়িত্ব থাকবে যার কাঁধে

জিম্বাবুয়ে সিরিজে সাকিব না থাকলে স্পিনের গুরুদায়িত্ব থাকবে যার কাঁধে

স্পোর্টস ডেস্ক: আজ বিসিবি সভাপতির কথা অনেকটাই নিশ্চিত হয়ে গেল এশিয়া কাপের আগে সাকিবের আঙ্গুলের অস্ত্রোপাচার হচ্ছে না। আর যদি এশিয়া কাপের পর সাকিবের আঙ্গুলের অস্ত্রোপাচার হয় তাহলে আর সাকিবের খেলা হচ্ছে না জিম্বাবুয়ে সিরিজ।

আর এই সিরিজে বাংলাদেশ দলের স্পিনের গুরুদায়িত্ব থাকতে পারে তাইজুল ইসলামের উপর। একদিনের ক্রিকেট এ ৪ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ও ১৯ টেস্টে ৬৯ উইকেট নিয়েছেন । বর্তমানে এ দলের সাথে আয়ারল্যান্ড সফরে আছেন তিনি ।

সেখানে গতকাল ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন । তাইজুল এর নিজেকে ফিট রাখা ও ফর্মে থাকা জরুরি। আর সেই সুযোগটিকে হয়তো বেশ ভালোভাবেই কাজ লাগাতে চাইবেন তিনি। এখন দেখার বিষয় সুযোগকে কতোটুকু কাজে লাগাতে পারেন তাইজুল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে