বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ০২:২৮:৩১

যে ৭ দল নিয়ে হবে এবারের বিপিএল

যে ৭ দল নিয়ে হবে এবারের বিপিএল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর কতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে, তা নিয়ে এখনই কার্যক্রম শুরু হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ফি এবং বিসিবিকে ক্রিকেটারদের পারিশ্রমিক সঠিক সময়ে না দেয়ার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পঞ্চম আসরে খেলতে পারেনি বরিশাল বুলস। তারা এবারের আসরেও খেলতে পারবে কি পারবে না- সেটা নিয়েও চলছে আলোচনা। এখনো সঠিক সিদ্ধান্তে উপণীত হতে পারেননি বিপিএল কমিটি।

বরিশাল বুলস খেলবে কি খেলবে না যদিও এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, তবে বিসিবির ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের বক্তব্য থেকে বুঝা যায় এবারও খেলছেন না বুলস।

বিপিএলের গত আসরই আট দল নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সমস্যার কারণে গত আসর থেকে শেষ মুহূর্তে বাদ দেয়া হয় বরিশাল বুলসকে। সেই একই কারণে, এই আসরেও অন্তর্ভূক্ত করা হচ্ছে না বরিশালকে। সুতরাং, গতবারেরমত এবারও সাত দল নিয়েই আয়োজন হবে বিপিএলের ষষ্ঠ আসর।

আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যানের কাছ থেকে জানতে চাওয়া হয় কেন বরিশালকে অন্তর্ভুক্ত করা হচ্ছেনা এই আসরে। এমন প্রশ্নের উত্তরে খোলামেলা ভাবে কথা বলেন তিনি। জানান, ‘মনে হয়না এবার বরিশাল বুলস থাকবে। এবারও আগের সাতটা দল খেলবে। কারণ সময় খুব কম। নতুন একটা দল যোগ হলে ম্যাচ অনেকগুলো বেড়ে যাবে। আপনারা জানেন নতুন একটি দল বাড়ালে টুর্নামেন্ট লেংদি হবে। সুতরাং বরিশালের খেলার সম্ভাবনা নেই।’

২০১৭ সালে বিপিএলের পঞ্চম আসরে খেলেছিলো- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। সিলেট সিক্সার্স নতুন মালিকানা এবং নতুন নাম নিয়ে গত আসরে অংশ নিয়েছিল। আপাতত বলা যায় এবারের আসরে আর কোনো নতুন দল নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে