রবিবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৪:০২

সিকান্দার রাজার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের

 সিকান্দার রাজার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সিকান্দার রাজাকে নিয়ে ক্রিকেট পাড়া বেশ আলোচনা। হঠাৎ কেন ক্রিকেট থেকে উধাও এই উদীয়মান তারকা? তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা খবরে যে আশঙ্কা বেতন-ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে রাজার সাথে বোর্ডের সম্পর্ক তিক্ত। প্রচার হয় দূরে থাকার পেছনে আরো কারণ রয়েছে। তিনি বর্ণ বৈষম্যের শিকারও হয়েছেন। এবার সব কিছু ছাপিয়ে অন্য আলোচনা। সিকান্দার রাজার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেসি)। বোর্ডের নিয়ম অমান্য করার অভিযোগ এনে নতুন কেন্দ্রীয় চুক্তিতে সিকান্দারকে রাখেনি জেসি।

শনিবার (৮ সেপ্টেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মাধ্যমে জিম্বাবুয়ের বোর্ড জানিয়েছে, অনাপত্তিপত্র ছাড়াই ইংল্যান্ডের ক্লাব ক্রিকেট খেলেছেন সিকান্দার। পরে অবশ্য একবার অনাপত্তিপত্রের আবেদন করেছেন। তবে তা গ্রহণ করেনি জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। একইসাথে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অনুমতিও স্থগিত করে দিয়েছিল বোর্ড

‘কোনো খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে ডাকার সময় বোর্ড শুধুমাত্র তার পরিসংখ্যান, ফিটনেস কিংবা পারফরম্যান্সটাই দেখে না। নির্দিষ্ট খেলোয়াড়ের আচার ব্যবহার, শৃঙ্খলা ও দলের প্রতি দায়বদ্ধতাও এখানে সমান জরুরী। দুর্ভাগ্যজনকভাবে সিকান্দার রাজা সবগুলো দিক পূরণ করতে পারেনি। তাই তার কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি।’

পাশাপাশি এও জানিয়েছেন সিকান্দারের জাতীয় দলের দরজা বন্দ হয়নি। বোর্ড থেকে বলা হয়েছে, ‘কোনো খেলোয়াড় কেন্দ্রীয় চুক্তি না থাকলেও নির্বাচকরা যদি মনে তরেন তাহলে যে কাউকে দিয়ে খেলাতে পারেন। বর্তমানে সিকান্দার রাজাও এই দলের অন্তর্ভুক্ত।’

জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড শনিবারে সিকান্দার রাজার না থাকার খবর জানালেও তার আগের দিন এই খবর আঁচ করতে পেরেছিলেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার। নিজের টুইট বার্তায় তিনি লিখেন, ‘বাদ পড়ার কারণ তিনি জানেন না। তবে দলের প্রয়োজনে যেকোন সময় নিজের সেরাটা দিয়ে খেলতে প্রস্তুত তিনি।’

তবে কদিন আগেই বেতন-ভাতা বকেয়ার দাবিতে নিজেদের বোর্ডের সাথে বিদ্রোহের ঘোষণা দিয়েছিলো জিম্বাবুয়ে দলের ক্রিকেটাররা। জানিয়েছিলো বকেয়া টাকা পরিশোধ না করলে মাঠে ফিরবে না তারা। তবে এই ঘটনার দিন দশেক বাদে বোর্ডের আশ্বাসে নিজেদের শক্ত অবস্থান থেকে ফিরে এসেছিলো টেইলর-রাজারা। ধরণা করা হচ্ছে সেই বিরোধের প্রভাবেই চুক্তি থেকে বাদ পড়েছেন এই তারকা ক্রিকেটার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে