রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৬:৩৫

সবাইকে যে অনুরোধ করলেন তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল

 সবাইকে যে অনুরোধ করলেন তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল

স্পোর্টস ডেস্ক: ইনজুরি নিয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু দুর্ভাগ্য থাকায় গুরুত্বর ইনজুরি নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় তাকে হাসপাতাল।

তবে হাসপাতাল থেকে ফিরে দলের সংকটময় অবস্থায় বসে না থেকে এক হাতে ব্যাট করতে আবারো মাঠে নেমেছিলেন তামিম। তামিমের এমন ত্যাগে তামিম বন্দনা চলছে সবত্র।

তামিমের এমন গর্বিত কাজের জন্য গর্ববোধ করছেন তার ভাই নাফিস ইকবাল। তিনি বলেন, ‘আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করবো এই জিনিসটা যাতে মনে রাখে। এখন সবাই প্রশংসা করছে হয়তো দুদিন পর মানুষ তাকে নিয়ে অন্যরকম মন্তব্য করতে পারে। ভাই হিসেবে আমি গর্বিত, দেশকে সে গর্বিত করেছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবেও আমি গর্বিত। তাকে এই কাজের জন্য যেন সবাই মনে রাখে।’

‘ওর যখন ইনজুরি হয়েছে আমি খুবই আপসেট ছিলাম। শেষ সিরিজে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) এত ভাল খেলেছে, ভাল যাচ্ছিল…যাই হোক এসব কারণে একটু আপসেট ছিলাম। হাতে একটু ব্যথা নিয়েই দুবাই গেল। তারপর যখন শুরুর ম্যাচেই আঘাত পেল আরও হতাশ হয়ে পড়লাম। কিন্তু তামিম যখন উইকেটে ফিরে আসল একজন খেলোয়াড় হিসেবে আমি খুবই অবাক হই। গ্লাভস পরতে পারছে না, যেভাবে ব্যাটিং করেছে আঘাত লাগতে পারতো। এটা অনেক প্রেরণাদায়ক একটা সিদ্ধান্ত বাংলাদেশের জন্য।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে