মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:০৯:১৭

হঠাৎ এলো দুঃসংবাদ, মৃত্যুর খবরে এশিয়া কাপ ছেড়ে...

হঠাৎ এলো দুঃসংবাদ, মৃত্যুর খবরে এশিয়া কাপ ছেড়ে...

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ চলছে। পাকিস্তানের পেস বোলিং কোচ আজহার মাহমুদ তাই দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতেই ছিলেন। হঠাৎ দেশ থেকে এলো এক দুঃসংবাদ, ভাতিজার মৃত্যুর খবর। এমন খবর শুনে দেশের উদ্দেশ্যে এশিয়া কাপ ছেড়েছেন আজহার মাহমুদ।

এশিয়া কাপে পাকিস্তানের শুরুটা হয়েছে ফেবারিটের মতোই। প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে এশিয়ার পরাশক্তিরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটা এখনও বাকি। চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর খেলতে নামবে তারা।

আশা করা হচ্ছে, দুই একদিনের মধ্যেই আমিরাতে ফিরে আসবেন আজহার মাহমুদ। ভারতের বিপক্ষে ম্যাচটিতেই হয়তো যোগ দেয়ার চেষ্টা করবেন। সেটা না হলে দ্বিতীয় রাউন্ড থেকে। ২১ সেপ্টেম্বর থেকে শুরু দ্বিতীয় রাউন্ডের লড়াই।

এবারের এশিয়া কাপ বেশ জমজমাট হচ্ছে। 'বি' গ্রুপ থেকে ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ আর আফগানিস্তান। তবে 'এ' গ্রুপের লড়াই এখনও উম্মুক্ত। পাকিস্তান একটি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে। আজ হংকংয়ের বিপক্ষে ভারত জিতলেই নিশ্চিত হয়ে যাবে দুই পরাশক্তির দ্বিতীয় রাউন্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে