বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৩:০০

এবার জয় দিয়ে অভিযান শুরু ম্যারাডোনার

এবার জয় দিয়ে অভিযান শুরু ম্যারাডোনার

স্পোর্টস ডেস্কঃ ভিনিসিও অ্যাঙ্গগুলোর হ্যাটট্রিকে পথ চলা মসৃণ হল দিয়েগো ম্যারাডোনার। জয় দিয়ে মেক্সিকোয় কোচিং ক্যারিয়ার শুরু করলেন আর্মান্দো। সোমবার ম্যারাডোনার কোচিংওয় ডোরাডস ৪-১ গোলে হারায় টাপাচুলাকে।

ইকুয়েডরের স্ট্রাইকার অ্যাঙ্গগুলোর দুরন্ত পারফরম্যান্স সহজ জয় ছিনিয়ে নেয় ডোরাডস। ম্যাচের ৫৯ ও ৬১ মিনিটে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তার পর আর্জেন্টাইন খেলোয়াড় সেবাস্তিয়ান ইব্রার গোলে ব্যবধান কমায় টাপাচুলা। পরে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন অ্যাঙ্গলো। ম্যাচের চতুর্থ তথা শেষ গোলটি আসে অলন্সো এস্কোবোজার পা থেকে। ৮৫ মিনিটে দুরন্ত গোল করে ৪-১ ম্যাচ জিতে নেয় ডোরাডস।

দীর্ঘদিন পর কোচিংয়ে ফিরে দারুণ মুহূর্ত কাটালেন ম্যারাডোনা এপ্রিলে গলফ লিগের ক্লাব আল-ফুজাইরার দায়িত্ব ছাড়ার পর চলতি মাসে মেক্সিকোর ক্লাবে যোগ দেন দিয়েগো। ডোরাডস ক্লাবে কোচিং করাতে কুলিয়াক্যানে পা-রাখেন প্রাক্তন বোকা জুনিয়রস ও নাপোলি স্ট্রাইকার। মেক্সিকোর প্রথম ডিভিশন ক্লাবে জয় দিয়ে কোচিং শুরু করলেন প্রাক্তন আর্জেন্টাইন তারকার।

এই জয়ের ফলে লিগে প্রথম জয় পেলে ডোরাডস। একই সঙ্গে ১৫ দলের লিগে ১০ নম্বরে উঠে এল তারা। ম্যারাডোনার উপস্থিতিতে পুরো দল এবং সমর্থকরা উদ্দীপ্ত হয়। মাঠে যার ফল পাওয়া যায়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ডোরাডস ফুটবলাররা। ম্যাচ জয়ের পর হ্যাটট্রিক ম্যান অ্যাঙ্গগুলো বলেন, ‘আমরা এই জয়টার জন্য অপেক্ষা করছিলাম। ম্যারাডোনা আসার পর মানসিকভাবে আমরা চাঙ্গা হয়েছি। ছেলেরা অনেক ফ্রি খেলতে পারছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে