বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৫৭:৩১

ভারতের বোলিং তাণ্ডবে ১৬২ রানেই অলআউট পাকিস্তান

ভারতের বোলিং তাণ্ডবে ১৬২ রানেই অলআউট পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে আজ ১৯ সেপ্টেম্বর মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। দীর্ঘ ১৫ মাস পর বাইশ গজে মুখোমুখি দুই দেশ। বাংলাদেশ সময় বিকেল ৫:৩০ টায় মাঠে নামে দুইদল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। শুরুতেই সাঝঘরে ফিরলেন ওপেনার ইমাম উল হক। ব্যক্তিগত ২ রানে ভুবনেশ্বর কুমারের বলে ধোনিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর চাহালকে ক্যাচ দিয়ে ভুবনেশ্বর কুমারের বলে রানের খাতা না খুলেই ফেরেন ফখর জামান।

এরপর ৪৭ রান করা বাবর আজম কুলদীপ যাদবের শিকার হয়ে ফেরেন। অন্যদিকে ৪৩ রান করে রান আউটের শিকার হয়ে সাঝঘরে ফেরেন শোয়েব মালিক। এরপর আর ব্যাট হাতে কেউ দাঁড়াতে পারেনি। সরফরাজ ৬, আসিফ ৯, শাদাব ৮, ফাহীম ২১, হাসান আলী ১ ও উসমান ০ রান করে ফেরেন। তবে ১৮ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ আমির।

অন্যদিকে ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ও কেদার জাদব ৩টি, জাসপ্রিত বোমরাহ ২টি ও কুলদীপ যাদব ১টি উইকেট শিকার করেন। এরই ফলে ৪৩.১ ওভারে ১৬২ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৬৩ রান।

ভারত একাদশ-রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, দিনেশ কার্তিক, ধোনি, কেদার জাদব, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, হার্ডিক পান্ডিয়া, ইউজেন্দ্র চাহাল, জাসপ্রিত বোমরাহ।

পাকিস্তান একাদশ-ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলী, শাদাব খান, ফাহীম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী, উসমান খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে