বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:১৬:৩৬

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান!

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান!

স্পোর্টস ডেস্ক: এরই মধ্যে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ-আফগানিস্তান। আগামীকাল বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুইদল। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধরণের দুঃসংবাদ পেল আফগানিস্তান। হটাৎ করেই পদত্যাগ করলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান আতিফ মসাল।

তার সময়কালে ব্যাপক উন্নতি করেছে আফগানিস্তান। ২০১৭ সালের জানুয়ারিতে পাঁচ বছরের মেয়াদে বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন তিনি। প্রায় সাড়ে তিন বছর চাকরির মেয়াদ থাকলেও হুট করেই পদত্যাগ নিয়ে নিলেন আতিফ। আর এর কারণ হিসেবে জানা যায়, আফগানিস্তান সরকার আতিফকে নতুন দায়িত্ব দিয়েছে। আর সে কারণেই পদত্যাগ করেছেন তিনি।

আর তার পদত্যাগের পরপরই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যানের দায়িত্বে আসছেন আজিজ উল্লাহ ফজল। আজিজ উল্লাহ ফজল এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ভাইস-চেয়ারম্যান এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যানের দায়িত্বে দেখা যাবে তাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে