বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২০:২৪

বিপদে বাংলাদেশ দল!

 বিপদে বাংলাদেশ দল!

স্পোর্টস ডেস্ক: এখনও শেষ হয়নি এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ। কিন্তু এর আগেই এশিয়া কাপের সুপার ফোরের দল সহ নতুন চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)!

পূর্বের সূচি অনুযায়ী গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার কথা ছিল গ্রুপ ‘বি’ রানার্স-আপদের। আর ম্যাচটি হওয়ার কথা ছিল দুবাইয়ে। আরেকটি ম্যাচ সেটি হবে আবু ধাবিতে। কিন্তু গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দল পাওয়ার আগেই সুপার ফোরের সূচি প্রকাশ করে দিয়েছে এসিসি।

তার মানে আগের কোন নিয়মই মাথায় রাখেনি এশিয়ার এই ক্রিকেটীয় সংস্থাটি। টুর্নামেন্ট শুরুর আগে ভারত চেয়েছিল সব ম্যাচ দুবাইয়ে খেলতে, আর সে অনুযায়ীই নতুন সময়সূচি দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আর এতে  বিপদে বাংলাদেশ দল!

সেপ্টেম্বরের ২০ তারিখ গ্রুপ পর্বের শেষ খেলায় আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি জয় করে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও নতুন এই সূচি অনুসারে এরপরের দিনই অর্থাৎ ২১ তারিখ সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে দুবাইয়ে যেতে হচ্ছে মাশরাফিদের।

যদি বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয় অথবা ভারত রানার্স-আপ তবুও নতুন সূচিতে কোন প্রভাব পড়বে না। এদিকে এসিসির নতুন প্রকাশিত এই সূচি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বলেছিলেন এসিসির এই সূচিতে অবাক হয়েছেন তিনি। পাশাপাশি হতাশও হয়েছেন তিনি। সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা এখানে একটি পরিকল্পনা নিয়ে এসেছিলাম। আমরা জানতাম যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ ‘এ’ এর রানার্স আপ দলের সাথে খেলবো সুপার ফোরে।

‘কিন্তু আজ সকালে আমরা শুনলাম আগামী কালের ম্যাচে হারি কিংবা জিতি সেটি না দেখেই আমাদের গ্রুপ ‘বি’ এর রানার্স আপ হিসেবে ঠিক করে ফেলা হয়েছে। সুতরাং অবশ্যই এটি হতাশাজনক।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে