বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৪:৪৭

এইমাত্র পাওয়া: আগামীকালের ম্যাচে বাংলাদেশের একাদশে ৩ পরিবর্তন!

এইমাত্র পাওয়া: আগামীকালের ম্যাচে বাংলাদেশের একাদশে ৩ পরিবর্তন!

স্পোর্টস ডেস্ক: আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। ইতিমধ্যেই এই দুই দল শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর রাউন্ড নিশ্চিত করেছে। তবে সুপার ফোর রাউন্ড নিশ্চিত হলেও এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।

কিছুদিন আগেই ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। আর তাই এই ম্যাচটি বাংলাদেশের কাছে মান বাঁচানোর ম্যাচ। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৫ টা বেজে ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচটি।

সরাসরি দেখা যাবে জিটিভি, বিটিভি, মাছরাঙ্গা টিভি, এবং স্টার স্পোর্টস একাধিক চ্যানেলে।এইমাত্র পাওয়া: আগামীকালের ম্যাচে বাংলাদেশের একাদশে ৩ পরিবর্তন! এই ম্যাচের একাদশে আসতে পারে তিনটি পরিবর্তন। ওপেনার তামিম ইকবালের পরিবর্তে নাজমুল হাসান শান্ত। মুশফিকুর রহিম এর পরিবর্তে মমিনুল হক এবং মেহেদি হাসান মিরাজ এর পরিবর্তে দেখা যেতে পারে আরিফুল হককে।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

আফগানিস্তান দল : আজগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নাবী, গুলবদিন নাইব, রশিদ খান, নাজিবুল্লাহ জাদরান, মুজিব-উর-রহমান, আফতাব আলম, সামিউল্লাহ শেনওয়ারি, মুরিন আহমেদ কাকার, সৈয়দ আহমাদ শেরজাদ, শারাফুদ্দিন আশরাফ ও বাফাদার মোমান্দ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে