বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০৬:৩৯

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো তামিমের পরিবার

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো তামিমের পরিবার

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে আহত হয়ে মঙ্গলবার দেশে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। একদিন পরই আহত তামিম ইকবালের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামিমের বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য গতকাল দুপুরে তামিম ইকবালকে ফোন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করেছ। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হার-জিৎ থাকবেই।’ 

ওইদিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিম ইকবালকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তামিম ইকবালকে প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য বলেন প্রধানমন্ত্রী। কুণ্ঠাবোধ না করে যে কোনো বিষয় তাঁকে জানানোর কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রীর এমন ফোনে দারুণ খুশি তামিম ইকবালের পরিবার। তামিমের বরাত দিয়ে তার বড় ভাই সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল বলেন, প্রধানমন্ত্রী সকালেই ফোন করে তামিম ইকবালের খোঁজ-খবর নিয়েছেন। তার ফোনে দারুণ অনুপ্রাণিত হয়েছে তামিম। প্রধানমন্ত্রীর এই ফোন তামিমকে দ্রুত সেরে ওঠার অনুপ্রেরণা যোগাবে। 

দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে লাকমলের করা দ্বিতীয় ওভারের প্রথম বলে আহত হয়ে মাঠ ছাড়েন তামিম। ইনজুরি এতটাই মারাত্মক ছিল যে, স্টেডিয়াম থেকে সরাসরি হাসপাতালে যেতে হয়েছিল তাকে। হাসপাতাল থেকে ফিরে ব্যান্ডেজ করা হাত নিয়েই দলের প্রয়োজনে মাঠে নামেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। মাঠে নেমে তামিম মাত্র একটি বল খেলার সুযোগ পান। তার এই এক বল মোকাবিলায় স্কোর বোর্ডে ৩২ রান যোগ করেন ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহীম। ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারায় ১৩৭ রানে। 

ব্যান্ডেজ করা হাত নিয়েই খেলতে নেমে প্রশংসিত হন তামিম ইকবাল। হাতের ইনজুরি নিয়ে পরের দিনই দেশে ফেরেন তামিম। ফেরার পরদিন প্রধানমন্ত্রীর ফোন পান দেশ সেরা এই ওপেনার। প্রধানমন্ত্রীর ফোন প্রসঙ্গে তামিমের বড় ভাই নাফিস ইকবাল বলেন, তার মতো ব্যস্ত একজন মানুষ তামিমকে ফোন করে খোঁজ-খবর নিয়েছেন। সেটা আমাদের খান পরিবারের জন্য বিশেষ পাওয়া। পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তামিমের ইনজুরি প্রসঙ্গে সাবেক এই ক্রিকেটার বলেন, ও যেভাবে খেলছিল, সেখানে এই ইনজুরি বিরাট একটা ধাক্কা। তবে আমি ওর ভাই হিসেবে না, একজন ক্রিকেটার হিসেবে বলতে পারি তামিম দ্রুতই ইনজুরি থেকে ফিরবে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে