বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৮:৩৩

আজকের খেলার এই খবরটি কী রাখেন?

আজকের খেলার এই খবরটি কী রাখেন?

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে আগামী কালের ম্যাচের এখন আর কোন গুরুত্বই নেই বাংলাদেশের। কেননা, গ্রুপ চ্যাম্পিয় হওয়া বা নাহওয়ার মাঝে এখন আর কোন পার্থক্য নেই।

আজকের খেলার এই খবরটি কী রাখেন? গুরুত্বহীন এই ম্যাচে বাংলাদেশ বিশ্রাম দিতে পারে দুই তারকা মুশফিক ও মুস্তাফিজকে। তাদের জায়গায় আসবেন মুমিনুল ও রনি। এছাড়া তামিমের জায়গায় খেলবেন শান্ত।

তবে যেই বিশ্রামে থাকুক বা না থাকু, আজকের ম্যাচে স্পটলাইটে থাকবেন মোহাম্মদ মিঠুন ও শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। তার ইনিংসটি মুশফিকের সাথে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। তাই মিডল তামিমের অবর্তমানে আজ তার কাছে আরও একবার ভালো ইনিংস প্রত্যাশা টাইগারদের।

অন্যদিকে আজ তামিমের পজিশনে ব্যাটিং করতে নামবেন তরুন ক্রিকেটার শান্ত। দেশ সেরা একজন তারকার পজিশনে ব্যাটিং করায় এমনিতেই চাপের মধ্যে থাকবেন তিনি। তবে সেই চাপকে সামলে যদি নিজেকে মেলে ধরতে পারেন তাহলে সেটা তার এবং দলের জন্যই হবে ভালো। তাই আজকের ম্যাচে নজরে থাকবেন তিনিও।

পেস বোলার আবু হায়দার রনির আজ অভিষেক হতে যাচ্ছে মুস্তাফিজের জায়গায়। তার দিকেও নজর থাকবে সবার। কেননা, জাতীয় দলের সম্ভাবনাময় এই পেসার যদি আজকের ম্যাচের সুযোগ কাজে লাগাতে পারেন তাহলে তার সামনে খুলে যেতে পারে সম্ভাবনার দুয়ার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে