বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:০১:৫৯

আজ আফগানিস্তানের বিপক্ষে দলে মমিনুল

 আজ আফগানিস্তানের বিপক্ষে দলে মমিনুল

স্পোর্টস ডেস্ক: আজ বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। আর সেই ম্যাচে বাংলাদেশ একাদশে জায়গা করে নেন মুমিনুল হক। নতুন করে যেন ওয়ানডেতে অভিষেক হয়েছে মুমিনুলের। জাতীয় দলের রঙ্গিন পোশাকে প্রায় সাড়ে তিন বছর পর মাঠে নেমেছেন মুমিনুল।

টেস্ট স্পেশালিস্ট খ্যাত মুমিনুল বারবার ওয়ানডেতে ফেরার জন্য নিজেকে প্রমাণ করে যাচ্ছিলেন। কিন্তু তারপরেও নির্বাচকদের নজরে ছিলেন না তিনি। এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা পেলেও শেষ পর্যন্ত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি তার। তবে নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবালের ইনজুরির কারণে শেষ পর্যন্ত আজ আফগানিস্তানের বিপক্ষে দলে মমিনুল।

সর্বশেষ ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন মুমিনুল। এখন পর্যন্ত ২৬টি ওয়ানডে খেলেছেন মুমিনুল। ২৩.৬০ গড়ে ৫৪৩ রান করেছেন তিনি। যেখানে রয়েছে ৩টি অর্ধশতক। মুমিনুলের সর্বোচ্চ ইনিংস ৬০ রানের।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুমিনুল হক সৌরভ, মোহাম্মদ মিথুন আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, আবু হায়দার রনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে