শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২০:৩৩

বাংলাদেশ দলের করুণ পরাজয়ের কারণ জানালেন শাহরিয়ার নাফিস

বাংলাদেশ দলের করুণ পরাজয়ের কারণ জানালেন শাহরিয়ার নাফিস

স্পোর্টস ডেস্ক: এশিয়াকাপে এ কোন বাংলাদেশ দল? আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ টিম। দলনেতা মাশরাফি বিন মুর্তজা এদিন ব্যাট ও বল দুই বিভাগেই ব্যর্থ। 

মাশরাফির এমন পারফর্মে রীতিমত হতাশাই নেমে আসে টাইগার শিবিরে। বাংলাদেশ টিমের করুণ পরাজয়ের পর ইএসপিএনের সাথে এক সাক্ষাৎকারে মুখোমুখি হন দেশের এক সময়ের সেরা ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। 

বাংলাদেশ দলের এমন ফলাফলের কারণ বললেন তিনি। আফগানিস্তানের কাছে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ২৫৫ রানের জবাবে খেলতে নেমে মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

ফলে ১৩৬ রানে হেরে যায় বাংলাদেশ দল। বাংলাদেশ দল প্রথম দিকে ভালোই খেলায় ছিলো। প্রথম ৪০ ওভারে আফগানরা ৭টি উইকেট হারিয়ে মাত্র ১৬০ রান করে। 

কিন্তু এর পরে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৫৫ রান। এখানে ব্যাট হাতে ছিলো রশিদ তাণ্ডব। তার সাথে ছিলো গুলবাডিন। 

এই দুই বোলার ব্যাট হাতে হতাশ করেন মাশরাফিদের। ডেড ওভারে মোটেই সফল ছিলো না বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজ দলে ছিলেন না। মাশরাফিসহ যেই বল হাতে এসেছেন তাকেই হতাশ করেছে আফগানিস্তানের ওই দুই ক্রিকেটার। 

দলের এমন পরাজয়ের কারণ হিসেবে ওই সাক্ষাৎকারে শাহরিয়ার বলেন, মাশরাফি সাধারণ ডেড ওভারে খুব বেশি বল করেন না। অন্যদিকে ডেড ওভারের সেরা হাতিয়ার মুস্তাফিজ দলে ছিলেন না। 

হারের কারণ হিসেবে তিনি আরও বলেন, ব্যাটিং ও বোলিংয়ে টিম কম্বিনেশনটা বেটার ছিলো না। আর ঠিকই দেখা যায় দলের ওপেনিং মোটেই ভালো হয়নি। অচেনা ওপেনিং জুটি ছিলো। লিটন ও শান্ত ছিলো ওপেনিংয়ে। তারা পুরোটাই ব্যর্থ হন। 

তবে শাহরিয়ারের আত্মবিশ্বাস পরের ম্যচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। ভারতের সাবেক ক্রিকেটার আজিজ আগারকার মনে করেন বাংলাদেশ ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে।   
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে