শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০৫:৪০

ভারতীয় মিডিয়ার কটাক্ষ ‘ব্যাঘ্র গর্জন থেমে গেছে’

ভারতীয় মিডিয়ার কটাক্ষ ‘ব্যাঘ্র গর্জন থেমে গেছে’

স্পোর্টস ডেস্কঃ সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ৭ উইকেটে হেরে ব্যাঘু গর্জন থেমেছে। এমনই শিরোনা দিয়ে কটাক্ষ করেছে ভারতীয় মিডিয়া। শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ১৭৩ রানে অল-আউট যায় বাংলাদেশ, জবাবে ভারত ৩ উইকেটে ৩৬.২ ওভারে ১৭৪ রান জমা করে।

গ্রুপের শেষ ম্যাচ আফগানিস্তানের কাছে নাস্তানাবুদ হয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নামে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করেত পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ক্যাপ্টেনের সিদ্ধান্তকে স্বাগত জানান ভারতীয় বোলাররা। মাত্র ৬৫ রানে বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যানকে ড্রেসিংরুমে ফেরত পাঠান তাঁরা। রাজকীয় প্রত্যাবর্তন বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজার। ১৪ মাস ওয়ান ডে দলে ফিরে বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ভেলকি দেখান সৌরাষ্ট্রের বছর উনত্রিরিশের এই স্পিনার। ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৯ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট।

এর আগে অবশ্য বাংলাদেশকে প্রাথমিক ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে লিটন দাসকে প্যাভিলিয়নের পথ দেখান ভুবি। পরের ওভারেই অন্য ওপেনার নাজমুল হোসেকে ড্রেসিংরুমে ফেরান জসপ্রীত বুমরাহ। এর পরই শুরু হয় জাদেজার ভেলকি। একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ইনিংসের মিডল-অর্ডারে ধস নামান। কিন্তু লো-অর্ডারে মেহেদি হাসান ও ক্যাপ্টেন মাশরাফি মোর্তাজা ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায়। অষ্টম উইকেটে ৬৬ রান যোগ করেন মাশরাফি ও মেহেদি। কিন্তু ৪৭তম ওভারে ভুবনেশ্বরকে পরপর দু’টি ছক্কা মেরে ব্যক্তিগত ২৬ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন বাংলাদেশ অধিনায়ক।
পরের ওভারে মেহেদি হাসানকে ফেরান বুমরাহ। ব্যক্তিগত ৪২ রানে ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৫০ বলে ২টি বাউন্ডারি ও ২টি ওভারের সাহায্যে গুরুত্বপূর্ণ ঝড়ো ইনিংস খেলেন ডানহাতি অল-রাউন্ডার। বাংলাদেশ ইনিংসের এটাই সর্বোচ্চ স্কোর। বাংলাদেশ ইনিংসের বাকি ছ’টি উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নেন দুই পেসার ভুবেনশ্বর ও বুমরাহ। দু’জনেই তিনটি করে উইকেট নেন।

ভারতীয় মিডিয়া উল্লেখ করেছে, বাংলাদেশী ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেয়নি ভারতীয় বোলার বাহিনী। টাইগারদের দুর্বল জায়গা বের করেই আঘাত করেছে ভারতীয় বোলিং বিভাগ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে