সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১৩:১১

পাকিস্তানের বিপক্ষেও একই ফলাফল চান মাহমুদুল্লাহ

পাকিস্তানের বিপক্ষেও একই ফলাফল চান মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: ৭৪ রান করেছেন পাশাপাশি মোহাম্মদ শাহজাদ (৫৩) এর মতো গুরুত্বপূর্ণ উইকেটিও নিয়েছেন। স্বাভাবিকভাবেই ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পুরস্কার হাতে নিয়েই বলেছেন, পাকিস্তানের বিপক্ষেও একই ফলাফলের আশা করেন তিনি।

মাহমুদুল্লাহ বলেন, আমরা জানতাম তাদের (আফগানিস্তান) ভালো ব্যাটসম্যান আছে এবং জিততে তারা দৃঢ়প্রতিজ্ঞ ছিল। শেষ পর্যন্ত আমরাই জিতেছি। দলের সবাই সেরাটা দেয়ার জন্যই এটা সম্ভব হয়েছে। পাকিস্তান ম্যাচেও এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়া কাপে প্রথম খেলেছেন ইমরুল কায়েস। করেছেন অপরাজিত ৭২। মাহমুদুল্লাহ বলে বলেন, দলে অবদান রাখতে পারলে আমার সবসময় ভালো লাগে। আমার ও ইমরুলের ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। আমরা শেষ পর্যন্ত খেলে যেতে চেয়েছিলাম। আর মোস্তাফিজকে তো অবশ্যই ক্রেডিট দিতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে