মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:২৫:৩৮

শাদাবকে সামলাতে যাদের উপর ভরসা রাখছেন বাংলাদেশের কোচ রোডস

শাদাবকে সামলাতে যাদের উপর ভরসা রাখছেন বাংলাদেশের কোচ রোডস

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ভয়ের অন্য এক নাম রশিদ খান। দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে একাই ভুগিয়েছেন রশিদ খান। এরপর এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ। সেখানেও বাংলাদেশী ব্যাটসম্যানদের ভয়ের অন্য নাম রশিদ খান।

তেমনি সুপার ফোরের ম্যাচে অন্যতম হুমকি ছিলেন রশিদ খান। কিন্তু অন্য ম্যাচগুলোর মতো দাপুটে বোলিং করতে পারেননি রশিদ। ষষ্ঠ উইকেট জুটিতে তাকে দারুণভাবে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। এমনকি অসাধারণ দুটি স্লগ সুইপে রশিদের বলে দারুণ দুটি ছক্কা হাঁকান মাহমুদউল্লাহ। রশিদ খানকে ভালোভাবে সামলে জয় তুলে নেয় বাংলাদেশ।

এবার অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। সেখানেও বাংলাদেশের ভয়ের অন্য নাম শাদাব খান। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার তিনি। এছাড়াও পাকিস্তান দলে রয়েছে অত্যন্ত দ্রুত গতির বোলার। তবে তাদেরকে সামলানোর উপায় এবার বলে দিলেন টাইগার কোচ রোডস।

তিনি বলেন, ‘হ্যাঁ, পাকিস্তানের অত্যন্ত দ্রুতগতির পেসার আছে। তবে আবুধাবির উইকেট কিছুটা স্লো। বল ঠিকঠাক ব্যাটে আসে। ব্যাটিং উইকেট। তাই ওখানে পেস বোলিং নিয়ে খুব একটা চিন্তার কারণ আছে বলে মনে হয় না। হ্যাঁ, রশিদ শাদাব দুজনই অত্যন্ত উঁচু মানের স্পিনার। তবে গত ম্যাচে মাহমুদউল্লাহ- ইমরুল অসাধারণ খেলেছে রশিদের বিপক্ষে। কাল দেখা যাক।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে