বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪২:২২

নবী-রশিদদের প্রশংসা গাইলেন ধোনি

নবী-রশিদদের প্রশংসা গাইলেন ধোনি

স্পোর্টস ডেস্ক: ম্যাচ শেষে নবী-রশিদদের প্রশংসা গাইলেন ধোনি। ভারতের ফাইনাল ও আফগানিস্তানের বিদায় নিশ্চিতই ছিল। তাই গতকাল দুদলের ম্যাচটি ছিল খাতা–কলমে গুরুত্বহীন। কিন্তু শেষ পর্যন্ত আবুধাবির রোমাঞ্চটা ছড়িয়ে পড়ল ক্রিকেট বিশ্বে। শেষ ওভারের রোমাঞ্চে ওয়ানডে ক্রিকেট দেখল আরও একটি রুদ্ধশ্বাস টাই।

অথচ ম্যাচটি ‘গুরুত্বহীন’ ভেবেই খেলতে নেমেছিল ভারত। সেটি অস্বাভাবিক কিছু নয়। আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়াতে এমনটা করাই স্বাভাবিক। কিন্তু মাঠে নেমে তারা বুঝতে পেরেছে আফগানিস্তান দলটা কেমন। এই দলের সঙ্গে একটু এদিক-ওদিক করে ফেললেই যে সর্বনাশ ঘটে যাবে, হঠাৎ করেই ২০০তম ম্যাচে অধিনায়কত্বের সুযোগ পেয়ে সেটি বুঝেছেন মহেন্দ্র সিং ধোনি। সেই সঙ্গে বুঝেছেন, আফগান ক্রিকেট কতটা এগিয়ে গেছে।

ম্যাচ শেষে আফগান ক্রিকেটের স্তুতিই ঝরেছে ‘ক্যাপ্টেন কুলে’র কণ্ঠে, ‘আমি মনে করি তারা ক্রিকেটে অনেক উন্নতি করেছে। এশিয়া কাপের শুরু থেকে তারা যেভাবে খেলেছে, তা সত্যিই প্রশংসা করতে হয়। রেখেছে, তা প্রশংসনীয়। তারা দ্রুত উঠে আসছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই তারা মুগ্ধ করে চলেছে।’

হঠাৎ করেই অধিনায়কত্ব করার এই ম্যাচটি ধোনি মনে রাখবেন অনেক দিন। কিন্তু এই ম্যাচটা জিততে না পারার খচখচানিটা তাঁর থাকবেই। তবে তিনি রীতিমতো হাঁফ ছেড়ে বেঁচেছেন ম্যাচটা তাঁকে হারতে হয়নি বলেই, ‘শেষ পর্যন্ত ম্যাচটা টাই হয়েছে, এটা খারাপ না। আমরা ম্যাচটা হারতেও পারতাম।’

আফগানিস্তানের প্রশংসা করলেও নিজের আউটটি নিয়ে ধোনি যে যথেষ্ট অসন্তুষ্ট, সেটি আকারে-ইঙ্গিতে বুঝিয়েই দিয়েছেন, ‘আমি এ নিয়ে বেশি কিছু বলে শাস্তির মুখোমুখি হতে চাই না।’

ব্যক্তিগত ৮ রানে ধোনি ফেরেন ওয়েস্ট ইন্ডিয়ান আম্পায়ার গ্রেগরি ব্রাফেটের একটা ভুল সিদ্ধান্তে। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, বলটা স্টাম্পের ওপর দিয়ে যেত। কিন্তু ততক্ষণে রিভিউ হারিয়ে ফেলেছে ভারত। দিনেশ কার্তিকের সিদ্ধান্ত নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে। সবকিছুর পরেও এই ম্যাচে আফগানদের প্রাপ্য কৃতিত্বটা দিতে মোটেও আপত্তি নেই ধোনির।-প্রথম আলো
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে