বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৯:৪৯

‘খেলরত্ন’ পুরস্কার পেলেন বিরাট

‘খেলরত্ন’ পুরস্কার পেলেন বিরাট

স্পোর্টস ডেস্ক: এবার ভারতের ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মাননা রাজীব গান্ধী ‘খেলরত্ন’ পুরস্কার পেলেন বিরাট কোহলি। মঙ্গলবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের হাত থেকে এ সম্মান গ্রহণ করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

২০১৬ সালে একবার এই পুরস্কারের জন্য মনোনিত হয়েছিলেন কোহলি। কিন্তু সেবার পুরস্কার উঠেনি তার হাতে। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য অবশেষে ২০১৮ সালে পেলেন সেই সম্মান।

‘খেলরত্ন’ পুরস্কার প্রতি বছর আগস্টের ২৫ তারিখে দেয়া হয়। কিন্তু গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়ান গেমসের জন্য এ বছরের পুরস্কার প্রদানের তারিখ পিছিয়ে দেয়া হয়। ২৫ সেপ্টেম্বর, মঙ্গলবার কোহলি সঙ্গে এই পুরস্কার পেয়েছেন ভারতের নারী ভারোত্তলক মীরাবাই চানুর।

প্রসঙ্গত, তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ‘খেলারত্ন’ পুরস্কার পেলেন ২৯ বছর বয়সী বিরাট কোহলি। এর আগে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার এবং ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে খ্যাত মহেন্দ্র সিং ধোনি এই সম্মান পেয়েছিলেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে