মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮, ১২:২০:৪৪

সাজেদুলের ৬ উইকেট, সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে জাবিদ

সাজেদুলের ৬ উইকেট, সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে জাবিদ

স্পোর্টস ডেস্ক: মাত্র ১০ রানের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়লেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাবিদ হোসেন।

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে প্রথম দিনে ফিফটি তুলে নিয়েছিলেন জাবিদ। ঢাকা মেট্রোর এই ব্যাটসম্যান দিন শেষে অপরাজিত ছিলেন ৭৯ রানে। সপ্তম উইকেটে তাসকিন আহমেদের সঙ্গে অবিচ্ছিন্ন ৫০ রানের জুটিতে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন।

সেঞ্চুরির ভালো সুযোগই ছিল জাবিদের সামনে। কিন্তু ব্যক্তিগত ৯০ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে মেহেদী হাসান রানার বলে এলবিডব্লিউ হয়ে যান। ১৮৩ বলে ১০ চারে ইনিংসটি সাজান ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যান।

৬ উইকেটে ২৮৫ থেকে ২৮৭ রানেই গুটিয়ে গেছে ঢাকা মেট্রোর প্রথম ইনিংস। তাসকিন করেছেন ২৯ রান। নাঈম হাসান ৩টি এবং মেহেদী হাসান রানা, হাসান মাহমুদ ও শাখাওয়াত হোসেন নিয়েছেন ২টি করে উইকেট।

খুলনায় প্রথম স্তরের ম্যাচে রংপুরের বিপক্ষে ৭ উইকেটে ২৭২ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নেমেছিল খুলনা। তারা অলআউট হয়েছে ৩০৪ রানে। প্রথম দিন শেষে ৩৩ রানে অপরাজিত থাকা জিয়াউর রহমান আজ ফিফটি পেয়েছেন (৫৩)।

রংপুরের হয়ে ৮১ রানে ৬ উইকেট নিয়েছেন সাজেদুল ইসলাম। বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট খেলা ৩০ বছর বয়সি বাঁহাতি এই পেসার প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চমবারের মতো পাঁচ উইকেট পেলেন। ৮০ রানে ২ উইকেট পেয়েছেন অফ স্পিনার সঞ্জিত সাহা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে