বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮, ০১:২৯:৫৫

এবার সবচেয়ে দরকারই জিনিসটাই শেখালেন রোডস

এবার সবচেয়ে দরকারই জিনিসটাই শেখালেন রোডস

স্পোর্টস ডেস্ক: গতকাল বাংলাদেশ দলের প্র্যাকটিস সিডিউলে মোটেই জটিল ছিল না। কার গতকাল ক্রিকেটাররা প্রথম দিন প্র্যাকটিস শুরুই করলেন তিন ভাগে তিন রকমের স্কিল ট্রেনিং দিয়ে। তাতেই মিললো নতুনত্বর ছোঁয়া।
তাছাড়া অভিজ্ঞ ও কুশলী রোহিত শর্মা এবং ধোনি এক সময় মিড অফ-মিড অন ফিল্ডারদের ওপরে এনে চার থেকে পাঁচজন ফিল্ডারকে ৩০ গজের বৃত্তর ভিতরে রেখে বোলারদের উইকেট সোজা ওপরে ওপরে বোলিং করার পরামর্শ দেন।

কারন তাতে করে সিঙ্গেলস নেয়া কঠিন হয়ে যায়। বাউন্ডারি হাঁকানো ছাড়া রান গতি সচল রাখাও হয়ে যায় কঠিন। বাংলাদেশের ব্যাটসম্যানরা ঐ সময় খানিক রয়ে সয়ে ফাঁকা জায়গায় বল ঠেলে সিঙ্গেলস ও ডাবলসে না খেলে ৩০ গজের ফিল্ডারের মাথার ওপর দিয়ে তুলে মারতে প্রলুব্ধ হন।

আর তখনই ঘটে বিপর্যয়। মুশফিক-মাহমুদউল্লাহ দুজনই স্লগ করতে গিয়ে অকাতরে উইকেট দিয়ে আসেন। তাতেই রান গতি যায় কমে। উইকেটের পতনও ঘটে বেশ কটি। তিন তিনজন ব্যাটসম্যান তড়িঘরি করে রান আউটও হয়েজান।

সেই ভুল গুলো শুধরে নিজেদের ওয়ানডে ক্রিকেটের উপযোগি ও আদর্শ কলা কৌশল রপ্ত করার প্রয়াস এবার শুরু থেকেই। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে গতকাল সোমবার সকালের প্র্যাকটিস সেশনে সেই সব ভুল সংশোধনের চেষ্টাই হলো।

এক্ষেত্রে রোডস এক ভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। তিনি মাঠের বৃত্তের যে অংশে ফিল্ডিং থাকে ওই সব স্থানে তিনি নেট দিয়ে এক প্রকার বাথার মত স্থাপন করল আর ওই নেটের ফাঁকা দিয়ে বল পাছ করতে হবে। তার এমন প্র্যাকটিসে কাল অনেক কিছু শিখতে পেরেছে টাইগাররা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে