শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ০৭:৫৫:৩৩

তুষার ইমরানকে একটা সুযোগ দেয়া যায়না?

তুষার ইমরানকে একটা সুযোগ দেয়া যায়না?

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ধীর্ঘদিন যাবত না থেকেও যে কোন ক্রিকেটার দেশসেরা প্রথম শ্রেণীর ক্রিকেটার হতে পারে, বাংলাদেশে তার বড় উদাহরণ তুষার ইমরান, সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সেই ২০০৭ সালে, তখনকার সময়ে জাতীয় দলে ব্যর্থ হলেও তারপরই ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে দিয়ে দেশের হয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণীর রান ও সেঞ্চুরীর মালিক হয়েছেন, যার ধারে কাছেও নেই কোন ব্যাটসম্যান।

আজ শেষ হওয়া ম্যাচের মাধ্যমে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১ রান পূর্ণ করেছেন তুষার, সেই সাথে ৩১তম সেঞ্চুরী পূর্ণ করেছেন। সর্বশেষ বেশ কয়েকটি ঘরোয়া মৌসুমে রান বন্যা বইয়ে দিচ্ছেন এবং চলতি ২০১৮ সালে ২টি প্রথম শ্রেণীর ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরী করার পাশাাপশি চলতি বছর ৫টি সেঞ্চুরী করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলংকা এ দলের বিরুদ্ধে তুষারকে সুযোগ দিলেও নিজেকে প্রমাণের জন্য পর্যাপ্ত সুযোগ পাননি তুষার।

ঘরোয়া ক্রিকেটের এই লিজেন্ড ক্রিকেটারকে জাতীয় দলে সুযোগ করে দেওয়ার জন্য ক্রীড়া বিশেষজ্ঞরা বারবার দাবী তুললেও বিসিবির সেদিকে খুব বেশি খেয়াল নেই, তবে এ দলে সুযোগ করে দেওয়ার পর কিছুটা আশার সঞ্চার হয়েছে তুষারের মনে, চলতি জাতীয় লীগে ইতিমধ্যে ৩টি সেঞ্চুরী হাঁকিয়েছেন, পাশাপাশি আসন্ন জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুই সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার তামিম ও সাকিব না থাকায় তুষারের সুযোগ পাওয়া সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে।

ঘরোয়া ক্রিকেটে সাফল্য অর্জন করাই যদি জাতীয় দলে সুযোগ পাওয়ার মঞ্চ হয়, তাহলে তুষারের চেয়ে বেশি যোগ্য ক্রিকেটার আর কেউ নেই জাতীয় দলে আসার জন্য, তবে বয়সের কারনেই তুষারের ফিরে আসার বিষয়ে যত প্রতিবন্ধকতা মনে করেন অনেকে। বয়স বাধা হলেও রাজ্জাক ৩৬ বছর বয়সে ফিরে আসা এবং ৩১ বছর বয়সী রাব্বির সুযোগ পাওয়ার ফলে তুষারকে নিয়ে আশাবাদী হওয়াই যায়।

টেস্ট ক্রিকেটে এখনো বাংলাদেশ শক্তিশালী দল নয় এবং দুই সেরা ক্রিকেটার না থাকায় এবং তুলনামূলক দুর্বল দল জিম্বাবুয়ে বাংলাদেশ সফর করায় এবং চলতি লীগে তুষার ইমরান দূর্দান্ত ফর্মে থাকায় তুষারকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দলে জায়গা করে দেওয়াটা এখন সময়ের দাবী এবং যোগ্যকে তার যোগ্যতার মূল্যায়ণ করার দাবী জানাচ্ছি সংশ্লিষ্টদের কাছে।

লেখা-জুবায়ের আহমেদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে