শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ১১:১৬:৩৬

সর্বোচ্চ ২২ হাজার ভোট পেয়ে সর্বকালের সেরা নির্বাচিত মেসি

 সর্বোচ্চ ২২ হাজার ভোট পেয়ে সর্বকালের সেরা নির্বাচিত মেসি

স্পোর্টস ডেস্ক: বর্তমানে বার্সেলোনার হয়ে সব জিতেছেন মেসি। কিন্তু তিনি আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি। এদেইকে দেশের হয়ে একটি মাত্র সোনালি ট্রফি জিতলেই সর্বকালের সেরা ফুটবলার বনে যাবেন ছোট ম্যাজিসিয়ান। সেটা বিশ্বকাপ হোক বা কোপা আমেরিকা হোক।

তিনি একটি বিশ্বকাপ জিতলেই অমরত্ব পেয়ে যাবেন লিওনেল মেসি। মর্যাদা পাবেন সর্বকালের সেরা ফুটবলারের। এখনও তা সুদূর পরাহত হলেও সর্বকালের সেরা অ্যাথলেটের খেতাব পেয়ে গেলেন তিনি।

এদিকে সবসময়ের সেরা অ্যাথলেট নির্বাচনে ভোট পরিচালনা করে বিশ্ববিখ্যাত ক্রীড়া সাময়িকী স্পোর্টবাইবেল। তাতে মোহাম্মদ আলি, রজার ফেদেরার ও মাইকেল জর্ডানকে হারিয়ে সর্বকালের সেরা অ্যাথলেট হন মেসি।

এদিকে সোশ্যাল মিডিয়া টুইটারে এ ভোট পরিচালনা করে স্পোর্টবাইবেল। এদিকে সর্বোচ্চ ২২ হাজার ভোট পান মেসি। তাছাড়া দ্বিতীয় হয়েছেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলি।

এদিকে সর্বকালের সেরার দৌড়ে ফুটবলের বরপুত্রের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তার। শেষ পর্যন্ত মাত্র ২ শতাংশ ভোট কম পেয়ে পরাজয় বরণ করতে হয়েছে মার্কিন বক্সারকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে