শনিবার, ২০ অক্টোবর, ২০১৮, ১০:৩০:২১

একনজরে আগামীকালকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ

একনজরে আগামীকালকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: আগামীকালকেই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। সেই ম্যাচকে সামনে রেখে দুই দলের জন্যই অপেক্ষা করছে পরীক্ষা।

বেশ কয়েকটি কারণে এই সিরিজ আলোচনার টেবিলে পাচ্ছে বিশেষ জায়গা। একসময়ের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই বিশেষ আকর্ষণ হয়ে থাকলেও এখন দুই দলের শক্তিমত্তায় বেড়েছে পার্থক্য। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বেশ এগিয়ে গেলেও দৃশ্যমান উন্নতি হয়নি জিম্বাবুয়ের ক্রিকেটে। তবুও বন্ধুসুলভ দুই দেশের বা দলের লড়াই ফিরিয়ে আনছে পুরনো যুদ্ধের দামামার বাজনা। এর এটি আরও বেশি শ্রবণযোগ্য হচ্ছে যেন দুই দলের ভক্তরাই নিজেদের ফেভারিট ভাবায়।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে রাব্বি মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে