মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮, ১০:৫৮:৩২

অবিশ্বাস্য, ৩৬৬ রান করে ইংল্যান্ডকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা

অবিশ্বাস্য, ৩৬৬ রান করে ইংল্যান্ডকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য, ৩৬৬ রান করে ইংল্যান্ডকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা। ৫ ম্যাচের মধ্যে তিনটি হেরে আগেই সিরিজ হেরে বসেছিল তারা। শেষ ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতার। কলম্বোয় অনুষ্ঠিত এই আনুষ্ঠানিকতার ম্যাচেই সফরকারী ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছে দিনেশ চান্ডিমালের দল। প্রথমে ব্যাট করতে নেমে ৩৬৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ইংল্যান্ডের সামনে। জবাব দিতে নেমে মাত্র ১৩২ রানেই থেমে যায় ইংলিশদের ইনিংস। শেষ পর্যন্ত ২১৯ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা।

আগের চার ম্যাচের মধ্যে একটি মীমাংসা হয়নি বৃষ্টির কারণে। বাকি তিনটিতেই হেরেছিল লঙ্কানরা। শেষ ম্যাচটি তাই আনুষ্ঠানিকতার। ইংলিশরা এই ম্যাচে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিল জস বাটলারের কাছে। আর দলে নিয়েছিল দুই ভাই স্যাম কুরান আর টম কুরানকে। কিন্তু বলাই বাহূল্য, দুই ভাই তেমন কিছুই করতে পারেননি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই লঙ্কান ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা এবং সাদিরা সামারাভিক্রমা। ১৯.১ ওভারেই দু’জনের ব্যাটে ওঠে ১৩৭ রান। ৪৮ বলে যখন সামারাভিক্রমা আউট হন, তখন তার নামের পাশে লেখা ৫৪ রান। ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি ছিল এটা। কিরোশান ডিকভেলা ফিরে যান দলীয় ১৬৮ রানের মাথায়। তবে তার জন্য আফসোস, ৫ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না। ৯৫ রানে আউট হন তিনি।

অধিনায়ক দিনেশ চান্ডিমাল করেন ৭৩ বলে ৮০ রান। ৬টি বাউন্ডারির সঙ্গে ছিল ২টি ছক্কার মার। কুশল মেন্ডিস করেন ৩৩ বলে ৫৬ রান। পরের ব্যাটসম্যানরা স্বল্প রান করলেও ৫০ ওভার শেষে রান গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ৩৬৬।

জবাব দিতে নেমে শুধুমাত্র বেন স্টোকস কিছুটা প্রতিরোধ গড়তে পারেন। তিনি একাই করেন ৬৭ রান। মঈন আলি করেন ৩৭ রান। বাকিদের মধ্যে জো রুট করেন ১০ রান। অন্যরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি। ২৬.১ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করার পর বৃষ্টি হানা দেয়। এরপর আর খেলা মাঠে না গড়ালে ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন শ্রীলঙ্কাকে ২১৯ রানে বিজয়ী ঘোষণা করে।

লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়া ১৯ রান দিয়ে ৪টি, দুষ্মন্তে চামিরা ২০ রান দিয়ে নেন ৩ উইকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে