মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮, ১১:৩২:৩০

দলের দুই সেরা খেলোয়াড় না থাকলেও যেকোন দলকে হারাতে পারে বাংলাদেশ : তামিম

দলের দুই সেরা খেলোয়াড় না থাকলেও যেকোন দলকে হারাতে পারে বাংলাদেশ : তামিম

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে পাওয়া ইনজুরি ও এশিয়াকাপে খেলে ইনজুরিতে পড়ে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পান্ডবের দুইজন, সাকিব আল হাসান ও তামিম ইকবাল মাঠের বাইরে আছেন।

এশিয়া কাপের ম্যাচেও সাকিব-তামিম ছাড়া দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাংলাদেশের। সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ।

তামিম মনে করেন দুই সেরা খেলোয়ার ছাড়াও যেকোন দলকে হারাতে পারে বাংলাদেশ। তিনি বলেন, “বেশ কয়েক বছর ধরে আমরা অনেক ভালো ক্রিকেট খেলছি। বিগত কয়েক বছরে ওয়ানডে ফরম্যাটে অনেক ভালো দল হয়েছি আমরা। কিন্তু এশিয়া কাপে সাকিব যখন ইনজুরির কারণে আর খেলতে পারল না তখন দলের জন্য অনেক কঠিন ছিল সেখান থেকে ঘুরে দাঁড়ান। কিন্তু তাঁরা যেভাবে পরিস্থিতিতে নিজেদের প্রমান করেছে সত্যি অসাধারণ।”

তিনি বলেন, “আর এটাই প্রমান করে দলের দুই সেরা খেলোয়াড় না থাকলেও আমরা যেকোন দলের বিপক্ষেই জিততে পারে। সব দলের জন্যই আগাম বার্তা এটা। আমাদের শুধু ভালো খেলাটা ধরে রাখতে হবে এখন।”

তামিম বলেন, “বাংলাদেশের জন্য খেলাটা অনেক গৌরবের বিষয় আমার কাছে। আমি এক বল মোকাবেলা করার মানসিকতা নিয়েই নেমেছিলাম কারণ একটি বল খেলতে পারলে যদি দলকে বাড়তি ৫-১০ রান স্কোরবোর্ডে যোগ করতে সাহায্য করতে পারতাম। কিন্তু মুশফিকের অসাধারণ ব্যাটিংয়ে আমরা শেষ পর্যন্ত ৩২ রান নিতে সক্ষম হয়েছিলাম।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে