বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০৫:৩২

এই সিদ্ধান্ত কী যুক্তিযুক্ত হবে?

এই সিদ্ধান্ত কী যুক্তিযুক্ত হবে?

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের সাথে সিরিজের প্রথম ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতার পরেও জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এবং সিরিজে বর্তমানে বাংলাদেশ এগিয়ে ১-০ তে। এবার ঢাকা পর্ব শেষ করে সিরিজের ২য় ম্যাচ খেলতে চট্রগ্রামে টিম টাইগার। যদি দ্বিতীয় ম্যাচে জয় পায় তবে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চত করবে বাঘেরা।

দ্বিতীয় ম্যাচের একাদশের কথা চিন্তা করলে সহজেই মনের মাঝে প্রশ্ন জাগে প্রথম ম্যাচে অসুস্থতার জন্য বিশ্রামে থাকা রুবেল হোসেন কে দ্বিতীয় ম্যাচের একাদশে জায়গা দেয়ার জন্য প্রথম ম্যাচের একাদশ থেকে ছিটকে যাবে কে?

অধিকাংশ মানুষের সহজ উত্তর হবে প্রথম ম্যাচে অভিষিক্ত রাব্বির স্থলে খেলতে পারে রুবেল। কারণ অভিষেক ম্যাচে রাব্বি নিজের রানের খাতাটাও খুলতে ব্যর্থ। তবে এইখানেও একটা প্রশ্ন থেকে যায়। সেটা হলো এক ম্যাচ সুযোগ দিয়ে পরবর্তী ম্যাচে বাদ দেয়াটা কতটুকু যুক্তি যুক্ত?

যদিও ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত বহু বার নিয়েছে। এখানে রাব্বি পরবর্তীতে ম্যাচে জ্বলে উঠতেও পারে। সেটা মোটেও অস্বাভাবিক কিছু না। যেখানে রাব্বির প্রায় সকল ডেব্যু ম্যাচে রানের খাতাটা ছিলো শূন্য। অথচ এর পরেও রাব্বির ঘরোয়া পারফর্মেন্স খারাপ নয়। প্রথম শ্রেণী এবং লিস্ট “এ” উভয় ক্ষেত্রেই গড় ৩০+। তাই এক ম্যাচে তার মেধার মূল্যায়ন করাটা কতটা ঠিক হবে তা বোধগম্য নয়।

যেহেতু সামনে বিশ্বকাপ এবং বর্তমানে চলমান এবং অাসন্ন সকল সিরিজ বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি সেহেতু রাব্বিকে অারো কয়েক ম্যাচ সুযোগ দিয়ে ভালো কিছু করার সুযোগ দেয়া যেতে পারে। যদি ভালো কিছু অাসে তখন সেটা বিশ্বকাপে অামাদের জন্য লাভজনক হবে।

তাছাড়া চট্রগ্রামের পিচ বরাবরের মতো ব্যাটিং বান্ধব হলে সেখানে রাব্বির ভালো কিছু করার সুযোগ থাকবে। তাই দ্বিতীয় ম্যাচে রুবেল কে জায়গা দেয়ার জন্য রাব্বিকে একাদশের বাইরে রাখার এই সিদ্ধান্ত কী যুক্তিযুক্ত হবে?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে