রবিবার, ১১ নভেম্বর, ২০১৮, ০৯:১৬:৪৯

এবার আশরাফুলের সঙ্গে মুশফিকুর রহিম

  এবার আশরাফুলের সঙ্গে মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ দল। মুমিনুল হকের ১৬১ রান ও মুশফিকের অপরাজিত ১১১ রানে ভর করে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান করে বাংলাদেশ দল।

আর এদিন সেঞ্চুরি করে দারুণ এক রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ২৩ ইনিংস পর তার ব্যাট থেকে এসেছে শতরান। ২০১৭ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিক।

আজ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিক। এরই ফলে সেঞ্চুরির তালিকায় সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন মুশফিক। সাকিবের সেঞ্চুরির সংখ্যা পাঁচটি।  এবার আশরাফুলের সঙ্গে মুশফিকুর রহিম। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের রেকর্ডে ভাগ বসিয়েছেন মুশফিক।

৬১টি টেস্ট খেলে ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আশরাফুল। এদিকে ৬৪টি টেস্টে ৬টি সেঞ্চুরি হাঁকিয়ে আশরাফুলের রেকর্ডে ভাগ বসিয়েছেন মুশফিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে