মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮, ০৯:৪১:৪৩

সর্বকালের সেরা ২০ খেলোয়ার

 সর্বকালের সেরা ২০ খেলোয়ার

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বে সবচেয়ে সফল দল ব্রাজিল। একমাত্র দল হিসেবে ৫টি বিশ্বকাপ ঘরে তুলেছে তারা। যুগে যুগে কালে কালে অসংখ্য গ্রেট ফুটবলারের জন্ম হয়েছে এই দেশটিতে। ফুটবলের আতুরঘর ব্রাজিলে এখনো তৈরি হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিভাবান তারকা।

সেই পেলে গারিঞ্চাদের আমল থেকে এখন পর্যন্ত গ্রেট তারকারা জন্ম নিচ্ছেই ব্রাজিলে। বর্তমানে নেইমার-কোইতনহোরা বিশ্ব মাতাচ্ছে। তাদে পরবর্তি জেনারেশনও তৈরি হয়েই গেছে যেখানে আছে ভিনিসিয়াস, রোদ্রিগো, পাকুয়েতা, আর্থারদের মত তারকারা।

ইতিহাস ও ঐতিহ্যের এই দেশে যদি গ্রেট খেলোয়ারদের হিসাব করা হয় তাহলে সেই তালিকা হবে অনেক বড়। কিন্তু ছোট করে ২০ জনের তালিকা করলে নিশ্চিত ভাবেই মনে হতে পারে এই বুজি কেউ বাদ পড়ে গেল।

আর এই কাজটিই করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম। তারা ২০ সেরা তারকা বাছাই করতে গিয়ে প্রধান্য দিয়েছে জাতীয় দল এবং ক্লাবের পারফর্মেন্স, বড় ম্যাচের পারফর্মেন্স, দলীয় সাফল্য এবং তার ক্যারিয়ারের সময়কাল।

 সর্বকালের সেরা ২০ খেলোয়ার:

১. পেলে
২. গারিঞ্চা।
৩. রোনালদো
৪. সক্রেটিস।
৫. জিকো।

৬. রোনালদিনহো।
৭. ফালকাও।
৮. রোমারিও।
৯. নেইমার।
১০. জর্জিনহো।

১১. কাফু।
১২. দিদি।
১৩. টোস্টাও।
১৪. রিভেলিনহো।
১৫. কার্লোস আলভার্তো তোরেস।

১৬. রবার্তো কার্লোস।
১৭. রিভালদো।
১৮. মার্সেলো।
১৯. ক্লাউদিও টাফারেল।
২০. গারসন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে