সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮, ১০:০৯:৫২

এমনটাই হতে চলেছে, কয়েনের বদলে ক্রিকেট ব্যাট দিয়ে টস!

এমনটাই হতে চলেছে, কয়েনের বদলে ক্রিকেট ব্যাট দিয়ে টস!

স্পোর্টস ডেস্ক: টসের জন্য মাঠে দুই অধিনায়ক। রয়েছেন থার্ড আম্পায়ার। তবে কোনও কয়েন নয়, আকাশে ব্যাট ছুড়ে দিলেন এক দলের অধিনায়ক। হ্যাঁ...এমনই হতে চলেছে ভবিষ্যতের ক্রিকেট ম্যাচের টস। অন্তত অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে এমনটাই হতে চলেছে। 

ক্রিকেটে নতুন নতুন বিষয় শুরু করার জন্য নাম রয়েছে বিগ ব্যাস লিগ (বিবিএল)-এর। এর আগে জিং স্ট্যাম্প প্রথম এখানেই চালু হয়েছিল। জিং স্ট্যাম্প অর্থাৎ, উইকেটের স্ট্যাম্পে বল লাগলেই আলো জ্বলবে। এই একই স্ট্যাম্প এখন আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহার করা হয়। এবার সময় ব্যাট দিয়ে টস করার। 

জানা গেছে, যে দেশের মাটিতে খেলা, সেই দেশের অধিনায়ক টসের সময় ব্যাটটি আকাশে ছুড়ে দেবেন। বিরোধী অধিনায়ক উঁচু (mountain) বা সমতল (plain) ডাক দেবেন। ঠিক যেভাবে হেড বা টেল বলা হয়। বাকি পদ্ধতি একই। 
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কিম ম্যাককইন বলেন, বিবিএল'ই এটা করে দেখাতে পারে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে