মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ০২:২৬:৪৪

‘মাহমুদউল্লাহ আমাদের অটোমেটিক চয়েজ’

‘মাহমুদউল্লাহ আমাদের অটোমেটিক চয়েজ’

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ তিন টেস্টে দুটি সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার। আগামী দিনের সম্ভাব্য অধিনায়ক রিয়াদ প্রসঙ্গে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘রিয়াদ আমাদের অটোমেটিক চয়েজ।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের চলমান ওয়ানডে সিরিজের প্রথম খেলায় রোববার ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ দল। এই জয়ে ১-০তে এগিয়ে রয়েছে টাইগাররা। মঙ্গলবার দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ তিন টেস্টের দুটিতে সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। টেস্টে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াদ, সবশেষ খেলা ছয় ওয়ানডেতে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরুর ঠিক আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে একাদশ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘রিয়াদ আমাদের অটোমেটিক চয়েজ। এশিয়া কাপ থেকেই সে দারুণ বোলিং করছে। এটাও একটা সুবিধা আছে। তাছাড়া আমাদের দুই তিনজন স্পিনার আছে, যারা ব্যাটিংও করতে পারে। আমরা যদি তিনজন পেসারও খেলাই তারপরও কম্বিনেশন খারাপ হবে না।’

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ওয়ানডে দলের এই অধিনায়ক বলেন, ‘টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে কত রান আমরা করতে পারব, এটা নির্ভর করছে আমরা কেমন ব্যাটিং করি। তবে মিরপুরের এই উইকেটে ২৬০ সাধারণত অনেক সময় নিরাপদ ধরা হয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে