শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮, ১০:১৮:০৮

সিলেট থেকে নড়াইল, রোড টু ইলেকশন

সিলেট থেকে নড়াইল, রোড টু ইলেকশন

স্পোর্টস ডেস্ক: সিলেট থেকে নড়াইল, রোড টু ইলেকশন। মঙ্গলবার শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকায় এই প্রচারণায় অংশ নিতে পারেননি মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফির নেতৃত্বে আরও একটি সিরিজ জিতল বাংলাদশে। শুক্রবার সিলেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ২-১ সিরিজ জিতে নেয় বাংলাদেশ। ক্রিকেট মাঠের লড়াই শেষ হলেও সামনে আরও কঠিন লড়াইয়ে নামতে হচ্ছে মাশরাফিকে।

ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে আসা বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক আওয়ামী লীগের মনোনয়নে নড়াইল-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সিলেটে হযরত শাহজালাল (রাহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার কথা রয়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের। মাজার জিয়ারত শেষে সোজা নড়াইলে গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন মাশরাফি।

সিলেট স্টেডিয়ামে এর আগে টি-টোয়েন্টি এবং টেস্ট খেললেও, এই প্রথম ওয়ানডে খেলল বাংলাদেশ দল। সিলেটের এই প্রথম ওয়ানডে ম্যাচে জিতে স্মরণীয় করে রাখল টাইগাররা।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার ওয়ানডে ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। এদিন প্রথমে ব্যাট করে শাই হোপের (১০৮) সেঞ্চুরিতে ৯ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে উইন্ডিজ। বাংলাদেশ দলের হয়ে ২৯ রানে ৪ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ।

টার্গেট তাড়া করতে নেমে সৌম্য সরকার ও তামিম ইকবালের জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ৮১ ও ৮০ রান করে করেন তামিম ও সৌম্য।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ১৯৮/৯ (শাই হোপ ১০৮*, স্যামুয়েলস ১৯; মিরাজ ৪/২৯)।

বাংলাদেশ: ৩৮.৩ ওভারে ২০২/২ ( তামিম ৮১*, সৌম্য ৮০, লিটন ২৩, মুশফিক ১৬* )।

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে