রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ০১:২৭:১২

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশর সেরা সম্ভাব্য একাদশ

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশর সেরা সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। এদিকে ১৪ সদস্যের এই দলে তেমন কোন চমক নেই। ওয়ানডে সিরিজের দলটাই প্রায় রেখে দেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে। এদিকে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেহেতু টি-টোয়েন্টি খেলেন না, স্বাভাবিকভাবেই তিনি এই দলে থাকবেন না।

তাছাড়া টি-টোয়েন্টি দলে নেই ওয়ানডে সিরিজে থাকা ইমরুল কায়েসও। বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, গত আগস্টে। যেটিতে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। সেই দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ।

এদিকে সাকিব আল হাসানের নেতৃত্বে ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিন।

এদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে আগামীকাল সোমবার ১৭ ডিসেম্বর সিলেটে। এদিকে উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টির সময় সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল বিকেল পাঁচটার পরিবর্তে ম্যাচটি শুরু হবে বেলা দুইটায়। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ সম্ভাব্য সেরা একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে