সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৪:২৫

শেষ পর্যন্ত টাইগারদের একাদশে আরিফ-সাইফ-রনি, বাদ পড়লেন যারা

শেষ পর্যন্ত টাইগারদের একাদশে আরিফ-সাইফ-রনি, বাদ পড়লেন যারা

আগের দিন রাতের মধ্যেই জাগো নিউজের পাঠকরা জেনে গিয়েছিলেন, সিলেটের প্রথম টি-টোয়েন্টিতে কারা কারা খেলছেন। সেখানেই লেখা হয়েছে টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন পেসার রুবেল হোসেন, স্পিনার নাজমুল ইসলাম অপু এবং ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

অবশেষে সেটাই সত্যি প্রমাণিত হলো। আজ ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটের সঙ্গে টস করতে নামার পর অধিনায়ক সাকিব আল হাসান যে একাদশ ঘোষণা করলেন, সেখানে নেই উপরোক্ত তিনজনের নাম। গতকালের রিপোর্টেই জানিয়ে দেয়া হয়েছিল, পরিবর্তে খেলবেন আরিফুল ইসলাম, আবু হায়দার রনি এবং সাইফউদ্দিন।

সেভাবেই গঠন করা হয়েছে একাদশ। অধিনায়ক সাকিব আল হাসান। তামিমের সঙ্গে ব্যাটিং ওপেন করবেন লিটন কুমার দাস। তিন নম্বরে সৌম্য সরকার। চার নম্বরে মুশফিকুর রহীম। ৫ নম্বরে সাকিব আল হাসান। চার নম্বরে সাকিব নেমে ৫ নম্বরে মুশফিক চলে যেতে পারেন। ৬ নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ, সাত নম্বরে আরিফুল। এরপর মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, আবু হায়দার রনি এবং মোস্তাফিজুর রহমান।

গতকালই অনুশীলনে আবু হায়দার রনি, সাইফউদ্দিন এবং আরিফুল ইসলামদের আলাদা ব্যাটিং প্র্যাকটিস করিয়েছেন কোচ। তখন বোঝা গিয়েছিল, এই তিনজন খেলতে যাচ্ছেন একাদশে। শুধু তাই নয়, ব্যাটিংয়ের শেষের দিকে যেন দ্রুত রান তুলতে পারেন তারা, সে কারণে আলাদা ব্যাটিং প্র্যাকটিস করিয়েছেন।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন ও আবু হায়দার রনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে