সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ০২:১৮:৩৫

শেষ পর্যন্ত ১৯ ওভার খেলে সব উইকেট হারিয়ে যা করল বাংলাদেশ

শেষ পর্যন্ত ১৯ ওভার খেলে সব উইকেট হারিয়ে যা করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত দুটি সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে এসে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। টেস্ট আর ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
টস জিতে ব্যাটিং করতে নেমে ক্যারিবীয় বোলারদের তোপের মুখে শক্ত প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ।
শুরুর ৩ ওভারেই হারাতে হয়েছে দুই ওপেনারকে। ইনিংসের দ্বিতীয় ওভারে তামিম আর তৃতীয় ওভারে লিটন দাস।

শেলডন কট্রেলের বলে ব্রেথওয়েটের কাছে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫ রানের মাথায় সাজঘরে ফেরেন তামিম। ওশান থমাসের বলে সেই ব্রেথওয়েটের হাতে ক্যাচ দিয়ে ৬ রান করে বিদায় নেন লিটন। এরপর ৩.৩ ওভারের সময় ৫ রান করে বিদায় নেন সৌম্য সরকারও।

সৌম্যর পর রানআউটে কাটা পড়েন মুশফিকুর রহিম। তার ব্যাটে আসে ৫ রান। মাঝে সাকিব-রিয়াদ মিলে প্রতিরোধ গড়লেও নিজের ১২ রানের মাথায় ক্যাচ তুলে দেন রিয়াদ।

রিয়াদের বিদায়ের পর সাকিবকে সঙ্গ দিতে আসা আরিফুল করেন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান।
দলের অন্যরা যাওয়া-আসার মিছিলে গা ভাসালেও সাকিব খেলেন নিজের মতোই। দলের বিপর্যয়েও তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের অষ্টম অর্ধশতক। শেষ পর্যন্ত ৪৩ বলে ৬১ করে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।

শেষদিকে মিরাজ করেন ৮ রান। শেষ পর্যন্ত ১৯ ওভার খেলে সব উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১২৯ রান।
ক্যারিবীয়দের হয়ে ৪ উইকেট নেন শেলডন কট্রেল। কেমো পল নেন ২ উইকেট। ১ উইকেট করে নেন ওশান থমাস, কার্লোস ব্রেথওয়েট ও ফ্যাবিয়ান অ্যালেন।
বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন ও সাইফুদ্দিন।

ওয়েস্ট ইন্ডিজ: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, ফ্যাবিয়েন অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কিমো পল, এভিন লুইস, শাই হোপ, দীনেশ রামদিন, ওশান টমাস ও রোভম্যান পাওয়েল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে