সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৭:০৬:৪৯

গত ৫ বছর এত রান তাড়া করে জেতেনি ভারত!

গত ৫ বছর এত রান তাড়া করে জেতেনি ভারত!

স্পোর্টস ডেস্ক: গত ৫ বছর এত রান তাড়া করে জেতেনি ভারত! পার্থ টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিরাট কোহলির ভারত। ২৮৭ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১১২ রান তুলেছে বিরাট কোহলির দল। ফিরে গেছেন কোহলি-পুজারা-রাহানে-রাহুলের মতো ব্যাটসম্যানরা। জিততে হলে বাকী ৫ উইকেট নিয়ে ম্যাচের শেষ দিন করতে হবে আরও ১৭৫ রান। কিন্তু ইতিহাস কথা বলছে কোহলিদের বিপক্ষে। গত ৫ বছরে চতুর্থ ইনিংসে দুইশর বেশি রান তাড়া করে কখনও জেতেনি ভারত।

মিচেল স্টার্ক, জশ হেজেলউড, প্যাট কামিংসের পেস আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। তার মাঝে নাথান লায়নও বল হাতে ঘূর্ণিঝড় তুলে যাচ্ছেন। গত ৫ বছরে মোট ১২ টেস্টের চতুর্থ ইনিংসে দুইশর বেশি রান তাড়া করেছে ভারত। তার মধ্যে হারতে হয়েছে ৮ টেস্টে। ড্র হয়েছে ৪ টেস্ট। চলতি বছরে এই রকম পরিস্থিতিতে তিনবার পড়তে হয়েছে ভারতকে। আর তিনবারই হেরেছে ভারত।

দক্ষিণ আফ্রিকায় কেপটাউন ও সেঞ্চুরিয়নে যথাক্রমে ২০৭ ও ২৮৬ রান তাড়া করতে পারেনি বিরাট কোহালির দল। ইংল্যান্ডে ওভালে সিরিজের শেষ টেস্টে ৪৬৩ রান তাড়া করতে হয়েছিল ভারতকে। লোকেশ রাহুল ও ঋষভ পন্টের সেঞ্চুরি সত্ত্বেও সম্ভব হয়নি। ইংল্যান্ডে সিরিজের প্রথম টেস্টে ভারতকে দুইশর একদম কাছাকাছি ১৯৪ রান তাড়া করতে হয়েছিল। কিন্তু কোহলিরা হেরে যায় ৩১ রানে। সুতরাং চার ম্যাচের সিরিজ ২-০ করে ফেলা কোহলিদের জন্য বহু দূরের পথ বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে