সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ১০:৩০:০৫

মাশরাফির নির্বাচনী প্রচারের টাকা ফিরিয়ে দিল এলাকাবাসী!

মাশরাফির নির্বাচনী প্রচারের টাকা ফিরিয়ে দিল এলাকাবাসী!

স্পোর্টস ডেস্ক: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে একাদশ নির্বাচন সামনে রেখে চলছে প্রচারণা। এদিকে আজ সোমবার ১৭ ডিসেম্বর সন্ধ্যায় মাশরাফির নির্বাচনী প্রচারের টাকা তারা বাবা গোলাম মোর্তজা শ্বপনের কাছে ফেরত দেন নড়াইল সদরের মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী। এর আগে রবিবার ১৬ ডিসেম্বর বিকালে স্থানীয় মুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় মাশরাফির নির্বাচনে কোনও ব্যয় না নেওয়ার সিদ্ধান্ত নেন এলাকাবাসী।

তাছাড়া নির্বাচনী অফিস পরিচালনা ব্যয়, পোস্টার লাগানো, বাড়ি বাড়ি প্রচার এমনকি এজেন্ট নিয়োগ থেকে শুরু করে সব ব্যয় বহন করবেন মুলিয়া ইউনিয়নবাসী।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী সাংবাদিকদের বলেন, ‘মাশরাফি একজন সৎ দেশপ্রেমিক ছেলে। তার জন্য ভোট চাওয়া ভাগ্যের ব্যাপার। এখানে অর্থের লেনদেন করে আমরা কলুষিত হতে চাই না।’

এ সময় মাশরাফির বাবা গোলাম মোর্তজা শ্বপন বলেন, ‘আমরা প্রাথমিক একটা খরচ এখানে দিয়েছি। কিন্তু মুলিয়া ইউনিয়নের লোকেরা তা ফেরত দিয়ে দিয়েছে। তারা নিজেরাই এলাকার সব নির্বাচনী ব্যয় বহন করতে চায়। বাবা হিসেবে ছেলের জন্য আমার গর্ব শুধু বাড়ছে। নির্বাচনী মাঠে না আসলে বুঝতে পারতাম না মানুষ মাশরাফিকে কতটা ভালোবাসে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে