মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৯:২৭:৫০

ভাগ্যের নির্মম পরিহাস, সর্বোচ্চ ১৬ কোটিতে বিক্রি হওয়া সেই ক্রিকেটার এবার দলই পেলেন না!

  ভাগ্যের নির্মম পরিহাস, সর্বোচ্চ ১৬ কোটিতে বিক্রি হওয়া সেই ক্রিকেটার এবার দলই পেলেন না!

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালের আইপিএল মৌসুমের জন্য জানুয়ারীতে সর্বোচ্চ দামে রেকর্ড নিয়ে বিক্রি হয়েছিলেন যুবরাজ সিং। তবে ভাগ্যের নির্মম পরিহাসের মাত্র তিন বছর পর তাকে নেয়নি কোন দলই।

অবশ্য এটা হটাৎ করে শুরু হয়নি, সেবার ১৬ কোটিতে বিক্রি হলেও পরের বছর মাত্র ৭ কোটিতে সানরাইজার্স হায়দরাবাদ তাকে নেয়। তবে তিনি তেমন পারফর্ম করতে না পারলেও ২০১৭ সালে তাকে ধরে থাকা হায়দরাবাদ। এর পরের আসরে মাত্র ২ কোটিতে তাকে নেয় পাঞ্জাব।

তবে এ বছর তার বেস প্রাইস ১ কোটিতে নামলেও কোন দল-ই টানে নি এ তারকা ক্রিকেটারকে।

আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজের অভিষেক হয় ২০০০ সালে কেনিয়ার বিরুদ্ধে। এর পর তিনি দেশের হয়ে ৩০৪টি ওয়ানডে, ৪০টি টেস্ট ও ৫৮টি টি টোয়েন্টি খেলেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে