বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ০১:০১:৪০

আইপিএলের দুনিয়ায় বরুণ চমক

আইপিএলের দুনিয়ায় বরুণ চমক

স্পোর্টস ডেস্ক: আইপিএলের দুনিয়ায় কী হয়, সে তো জানা হয়ে গেছে সবারই। ম্যাচ পাতানো, স্পট ফিক্সিংয়ের জন্য যে আসরে দুটো দলকেই নির্বাসিত করতে হয়েছে, মামলা গড়িয়েছে সর্বোচ্চ আদালত পর্যন্ত; তার আর নাচতে নেমে ঘোমটার কী দরকার! ২০১৯ সালের আইপিএলের নিলাম হয়ে গেল কাল জয়পুরে। তাতে চমকের নাম বরুণ চক্রবর্তী। তামিলনাড়ুর এই স্পিনারের ভিত্তি মূল্য ছিল ২০ লাখ রুপি, কিংস ইলেভেন পাঞ্জাব তাঁকে নিয়েছে ৮.৪ কোটি রুপিতে! এখনো একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি বরুণ, তবু তাঁকে ঘিরে এই চাহিদার কারণ তামিলনাড়ু প্রিমিয়ার লিগে তাঁর বোলিং।

বরুণকে এত দাম দিয়ে নেওয়ার না হয় কারণ আছে, জয়দেব উনাদকাটকে কেনই বা ৮.৪ কোটি রুপি দিয়ে নিল রাজস্থান রয়্যালস সে রহস্য অজানাই। গেলবারের নিলামে তাঁকে ১১ কোটি ৫০ লাখে নিয়েছিল রাজস্থান রয়্যালস। ১৫ ম্যাচে গড়ে রান দিয়েছেন দশের কাছাকাছি, উইকেট সংখ্যা ১১। তাই নতুন মৌসুমের আগে তাঁকে ছেড়ে দেয় রাজস্থান, অথচ তাঁকেই কিনা নিলামে সেই রাজস্থানই কিনেছে ৮.৪ কোটি রুপিতে। 

বাংলাদেশ সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, তবে নজর কেড়েছে শিমরন হেটমায়ারের ব্যাটিং। ৪.২ কোটিতে তাঁকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কার্লোস ব্র্যাথওয়েটকে ৫ কোটি রুপিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইংলিশ পেসার স্যাম কারানকে কিংস ইলেভেন পাঞ্জাব নিয়েছে ৭.২ কোটি রুপিতে। বাংলাদেশের দুই ক্রিকেটার, মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদও ছিলেন। কোনো দলই নেয়নি তাঁদের। তেমনি অবিক্রীত রয়ে গেছেন ব্রেন্ডন ম্যাককালাম, শন মার্শ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, জেসন হোল্ডার, ডেল স্টেইনসহ অনেক চেনা তারকাই।-ক্রিকইনফো

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে